লিভারপুলের কোর্টে বল ঠেলে দিয়েছেন দিয়াজ

ইংলিশ জায়ান্ট লিভারপুলের উইঙ্গার লুইস দিয়াজের ভবিষ্যৎ নিয়ে নতুন করে গুঞ্জন শুরু হয়েছে। ২৮ বছর বয়সী এই কলম্বিয়ান তারকা সম্প্রতি একাধিক মন্তব্যে নিজের অবস্থান পরিষ্কার করলেও, তার বক্তব্যের ব্যাখ্যা ঘিরে চলছে জোর আলোচনা—বিশেষ করে যখন বার্সেলোনা তার ওপর কড়া নজর রাখছে।

দিয়াজকে নিয়ে নতুন কোন চুক্তির প্রস্তাব নেই, আবার বার্সেলোনার আগ্রহেও রাজি নয় লিভারপুল। ক্লাব কর্তৃপক্ষ স্পষ্ট জানিয়ে দিয়েছে—দিয়াজ বিক্রির জন্য নয়। তবে এই কলম্বিয়ান নিজের ভবিষ্যৎ নিয়ে বল ঠেলে দিয়েছেন লিভারপুলের কোর্টে। লিভারপুলে খুব খুশি থাকলেও বার্সেলোনার নজরদারি দিয়ে ইঙ্গিত দিয়েছেন, হয় চুক্তি নবায়ন, নয়তো নতুন দিগন্তের খোঁজ।

বর্তমানে লিভারপুলের সঙ্গে ২০২৭ সাল পর্যন্ত চুক্তিবদ্ধ এই উইঙ্গার। তবে স্প্যানিশ সংবাদমাধ্যম স্পোর্ট উইটনেসকে বলেন, 'যদি লিভারপুল আমাদের চুক্তি নবায়ন না করে, তাহলে আমার এখনো দুই বছরের সময় আছে। আমি খুশি হয়েই থাকব। এখন সিদ্ধান্ত লিভারপুলের হাতে। আমি শুধু ভাবছি আমাদের ভবিষ্যতের জন্য কোনটা ভালো হবে।'

এমন মন্তব্যের পর স্বাভাবিকভাবেই গুঞ্জন চলছে, দিয়াজ কি তাহলে লিভারপুল ছাড়ার দিকেই ঝুঁকছেন?

স্প্যানিশ দৈনিক মুন্দো দিপোর্তিভোর দাবি, লুইস দিয়াজ শুধুমাত্র বার্সেলোনার জন্যই লিভারপুল ছাড়ার কথা ভাববেন। মার্কা আরও জানায়, হান্সি ফ্লিকের বার্সা দলে এই মুহূর্তে উইংয়ে তেমন তাড়া নেই, কিন্তু তারা পরিস্থিতির দিকে নজর রাখছে এবং লিভারপুলের 'না' কে কৌশলগত অবস্থান হিসেবেও দেখছে।

বার্সার নতুন কোচ হ্যান্সি ফ্লিকও তাড়াহুড়ো করতে নারাজ। দলবদলের বাজারে ধীরগতিতে চললেও দিয়াজকে ঘিরে সম্ভাবনার দরজা খোলা রেখেছে কাতালান ক্লাবটি। সবমিলিয়ে বল এখন লিভারপুলের কোর্টে—তারা কি দিয়াজের চুক্তি নবায়নের পথে হাঁটবে, নাকি বার্সেলোনার ডাকে সাড়া দেবেন কলম্বিয়ান এই তারকা, সেটাই এখন দেখার বিষয়।

Comments

The Daily Star  | English

Nur suffers nose and jaw fractures, under intensive care: doctor

Medical board formed; doctors say surgery not needed at this stage

24m ago