ক্লাব বিশ্বকাপ শুরু: চোখ রাখুন এই পাঁচটি দিকে

ছবি: এএফপি

বহুল প্রতীক্ষিত ফিফা ক্লাব বিশ্বকাপ আগামীকাল রোববার শুরু হচ্ছে যুক্তরাষ্ট্রে। এবারই প্রথম ৩২ দলের বিস্তৃত ফরম্যাটে আয়োজিত হচ্ছে এই টুর্নামেন্ট, যার পুরস্কারমূল্য সব মিলিয়ে প্রায় ১ বিলিয়ন ডলার। প্রতিটি বড় ক্লাব, বড় তারকা ও ফুটবলপ্রেমীদের জন্য এটি এক নতুন অধ্যায়।

সব টিকিট বিক্রি না হওয়ার শঙ্কা ও খেলোয়াড়দের ক্লান্তি নিয়ে নানা প্রশ্ন থাকলেও ক্লাব বিশ্বকাপ ঘিরে জমে উঠেছে নানা আকর্ষণীয় ঘটনাপ্রবাহ। মাঠে সেগুলোর দিকে চোখ রাখবেন ফুটবলপ্রেমীরা।

এই প্রতিবেদন থেকে জেনে নিন এমন পাঁচটি গুরুত্বপূর্ণ দিক, যেগুলো এবারের ক্লাব বিশ্বকাপকে আরও রোমাঞ্চকর করে তুলতে যাচ্ছে।

আবার পাদপ্রদীপের আলোয় ফিরছেন মেসি

বার্সেলোনা কিংবদন্তি লিওনেল মেসি গত দুই মৌসুম ধরে খেলছেন এমএলএসের ক্লাব ইন্টার মায়ামিতে। এবার ক্লাব বিশ্বকাপে আবার ইউরোপের শক্তিশালী ক্লাবগুলোর বিপক্ষে দেখা যাবে তাকে।

৩৭ বছর বয়সেও বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন অধিনায়ক মেসির দক্ষতা এখনও শীর্ষ পর্যায়ের। তবে একটি বড় প্রশ্ন থাকছেই। তিনি, লুইস সুয়ারেজ, জর্দি আলবা ও সার্জিও বুসকেতস— এই প্রাক্তন ইউরোপিয়ান তারকারা কি আরেকবার সেরাদের সঙ্গে পাল্লা দিতে পারবেন?

ইন্টার মায়ামি তাদের দ্বিতীয় ম্যাচে আটলান্টায় মুখোমুখি হবে এফসি পোর্তোর, যারা মেসির কাছে অপরিচিত নয়। ২০১১ সালের বার্সার হয়ে পর্তুগিজ ক্লাবটিকে হারিয়েই উয়েফা সুপার কাপ জিতেছিলেন তিনি।

এই আসরে গোল করলে মেসি হবেন ক্লাব বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বয়স্ক গোলদাতা। পাশাপাশি তিনি ও সুয়ারেজ যৌথভাবে রয়েছেন সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় দুইয়ে। ক্রিস্তিয়ানো রোনালদো শীর্ষে আছেন মাত্র ২ গোল এগিয়ে থেকে।

নতুন মঞ্চে পিএসজির দেজিরে দুয়ে

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ইন্টার মিলানের বিপক্ষে ২০ বছর বয়সী দেজিরে দুয়ের পারফরম্যান্স ছিল চোখধাঁধানো।

পিএসজির ইউরোপসেরা হওয়ার রাতে দুটি গোল ও একটি অ্যাসিস্টের মাধ্যমে তিনি বিশ্বজুড়ে আলোচনায় এসেছেন। স্প্যানিশ বিস্ময়বালক লামিন ইয়ামালের সঙ্গে তুলনা করা হচ্ছে তাকে। যদিও বার্সেলোনা ক্লাব বিশ্বকাপে জায়গা না পাওয়ায় ইয়ামাল থাকছেন না এবার।

লস অ্যাঞ্জেলেসের রোজ বোলে অ্যাতলেতিকো মাদ্রিদের বিপক্ষে পিএসজির প্রথম ম্যাচেই দুয়ে পাবেন নিজেকে আবার প্রমাণ করার সুযোগ।

ম্যানচেস্টার সিটির পুনর্গঠন

কোচ পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটি তাদের মান অনুযায়ী গত মৌসুমে ছিল ব্যর্থ। ফলে দলবদলের বিশেষ উইন্ডোতে প্রায় ১০০ মিলিয়ন পাউন্ডের বেশি ব্যয় করেছেন ইংলিশ ক্লাবটি। তিন খেলোয়াড় টিয়ানি রেইন্ডার্স, রায়ান আইত-নুরি ও রায়ান চেরকিকে দলে নিয়েছে তারা।

বেলজিয়ান মিডফিল্ডার কেভিন ডি ব্রুইনা দল ছাড়লেও চোট কাটিয়ে ফিরেছেন ব্যালন ডি'অরজয়ী স্প্যানিশ মিডফিল্ডার রদ্রি, যিনি সিটির মাঝমাঠের প্রধান ভরসা।

চেরকি সম্পর্কে সিটির ফুটবল পরিচালক হুগো ভিয়ানা বলেছেন, 'আমরা বিশ্বাস করি, সে আমাদের সহায়তা ও পরিকল্পনায় একদিন বিশ্বমানের খেলোয়াড় হয়ে উঠবে।'

দক্ষিণ আমেরিকান হুমকি

যেখানে ইউরোপীয় ক্লাবগুলো দীর্ঘ মৌসুম শেষে কিছুটা ক্লান্ত, সেখানে দক্ষিণ আমেরিকার ক্লাবগুলো রয়েছে মৌসুমের মাঝামাঝি পর্যায়ে। তাই তাদের ফিটনেস ও ধারাল পারফরম্যান্স হতে পারে বড় পার্থক্য গড়ে দেওয়ার জায়গা।

এই অঞ্চলের দলগুলো বরাবরই ক্লাব বিশ্বকাপকে খুব গুরুত্ব দিয়ে দেখে। কারণ, এটি বিশ্বের সেরা ক্লাবগুলোর বিপক্ষে তাদের নিজেদেরকে প্রমাণের বিরল সুযোগ।

রিভার প্লেটের আর্জেন্টাইন মিডফিল্ডার ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো এই টুর্নামেন্ট শেষেই যোগ দেবেন রিয়াল মাদ্রিদে। অপরদিকে, পালমেইরাসের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড এস্তেভাও উইলিয়ান চেলসিতে পাড়ি জমানোর আগে তার বিদায়কে স্মরণীয় করে রাখতে চাইবেন।

শিরোপার ক্ষুধায় অ্যাতলেতিকো মাদ্রিদ

স্পেন ও ইউরোপে প্রতিযোগিতামূলক পারফরম্যান্সের পরও গত মৌসুমে কোনো শিরোপা জিততে পারেনি অ্যাতলেতিকো মাদ্রিদ। যদিও বার্সেলোনাকে টপকে ক্লাব বিশ্বকাপে জায়গা পাওয়াটা তাদের জন্য বিশেষ মর্যাদার বিষয়।

কোচ দিয়েগো সিমিওনে বলেছেন, 'আমি আশা করি, আমরা ক্লাব বিশ্বকাপে ভালো করব এবং অ্যাতলেতিকো মাদ্রিদকে একটি বিশেষ অবস্থানে নিতে পারব।'

২০২১ সালে লা লিগা জয়ের পর থেকে অ্যাতলেতিকোর ট্রফির ঝুলিতে আর কিছু যোগ হয়নি। তাদের সর্বশেষ আন্তর্জাতিক সাফল্য এসেছিল ২০১৮ সালে। ওয়ি বছর ইউরোপা লিগ ও সুপার কাপে চ্যাম্পিয়ন হয়েছিল দলটি।

Comments

The Daily Star  | English

Fresh clash erupts between CU students, locals

Both sides were seen hurling brickbats and wielding sticks during the confrontation, turning the area into a battlefield

2h ago