ক্লপ, রোনালদোর পর গার্দিওয়ালাও ক্লাব বিশ্বকাপ নিয়ে জানালেন অসন্তোষ

Pep Guardiola

ক্লাব বিশ্বকাপ নিয়ে খেলোয়াড়দের ক্লান্তি এবং সূচি জটিলতা নিয়ে মুখ খুললেন ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলা। এর আগে লিভারপুলের প্রাক্তন কোচ ইয়ুর্গেন ক্লপ এই টুর্নামেন্টকে 'ফুটবলের সবচেয়ে বাজে আইডিয়া' আখ্যা দিয়েছিলেন। ক্রিস্তিয়ানো রোনালদো বলেছিলেন প্রস্তাব পেয়েও এই আসরে খেলার আগ্রহ হয়নি তার। তাদের সঙ্গে সুর মিলিয়ে সিটি কোচও খেলোয়াড়দের উপর অতিরিক্ত চাপের কথা তুলে ধরলেন।

আল-হিলালের বিপক্ষে দ্বিতীয় রাউন্ডের ম্যাচে নামার আগের দিন সংবাদ সম্মেলনে গার্দিওলা বলেন, 'আমাদের খেলোয়াড়রা ইতিমধ্যেই দীর্ঘ এবং কঠিন মৌসুম কাটিয়ে এসেছে। এর পরেই ক্লাব বিশ্বকাপের মতো একটি বড় টুর্নামেন্টে অংশ নেওয়া তাদের জন্য মোটেও সহজ নয়। সূচি এতটাই ঠাসা যে খেলোয়াড়দের পর্যাপ্ত বিশ্রাম নেওয়ার সময় পর্যন্ত নেই।'

সাবেক লিভারপুল কোচ ক্লপের সঙ্গে একমত হয়ে গার্দিওলা আরও বলেন, 'ইয়ুর্গেন ক্লপ কেন এই টুর্নামেন্টকে খারাপ বলেছেন, তা আমি বুঝতে পারছি। যারা নিয়মিত এত বেশি ম্যাচ খেলে, তাদের শারীরিক ও মানসিক অবস্থার উপর এর খারাপ প্রভাব পড়তে বাধ্য।'

২০২৫ সালের ক্লাব বিশ্বকাপ ৩২ দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হচ্ছে, যা টুর্নামেন্টের কলেবর অনেক বাড়িয়ে দিয়েছে। এর ফলে খেলোয়াড়দের আন্তর্জাতিক এবং ক্লাব ফুটবলের সূচির মধ্যে সমন্বয় করা কঠিন হয়ে পড়বে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

ক্লপ এর আগে বলেছিলেন, 'এই ফরম্যাট খেলোয়াড়দের শেষ করে দেবে। আমাদের মনে রাখতে হবে, খেলোয়াড়রাই ফুটবলের মূল সম্পদ। তাদের কথা না ভেবে শুধু টুর্নামেন্টের সংখ্যা বাড়ানো কোনো কাজের কথা নয়।'

গার্দিওলা এবং ক্লপের এই সম্মিলিত উদ্বেগ ক্লাব বিশ্বকাপের ভবিষ্যৎ এবং খেলোয়াড়দের কল্যাণের দিকটি নিয়ে প্রশ্ন তুলেছে। ফুটবল বিশেষজ্ঞরা মনে করছেন, ফিফা এবং অন্যান্য নিয়ন্ত্রক সংস্থাকে এই বিষয়ে গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে।

এই প্রসঙ্গে ক্রিশ্চিয়ানো রোনালদো সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, 'ক্লাব বিশ্বকাপে খেলার জন্য আমার কাছে কিছু প্রস্তাব এসেছিল। কিন্তু আমার মনে হয়েছে এই মুহূর্তে বিশ্রাম নেওয়া এবং ভালোভাবে প্রস্তুতি নেওয়াটা বেশি জরুরি। কারণ এই মৌসুমটা খুবই লম্বা হতে চলেছে, বিশেষ করে মৌসুমের শেষে বিশ্বকাপও রয়েছে।'

রোনালদো আরও যোগ করেন, 'শুধু আমার ক্লাবের (আল নাসর) জন্যই নয়, আমি আমার জাতীয় দলের জন্যও প্রস্তুত থাকতে চাই।'

Comments

The Daily Star  | English

Govt cuts interest rates on savings tools

Finance ministry lowers rates on four key savings instruments

2h ago