আল-আহলির চোখ মেসির দিকে!

লিওনেল মেসির ভবিষ্যৎ নিয়ে আবারও তৈরি হয়েছে অনিশ্চয়তার মেঘ। চলতি বছরের ডিসেম্বরেই শেষ হয়ে যাচ্ছে ইন্টার মায়ামির সঙ্গে তার বর্তমান চুক্তি। মায়ামি তাকে ধরে রাখতে চাইলেও এখনও নতুন চুক্তি নিয়ে কোনো আলোচনা নেই। এরমধ্যেই ফ্রি এজেন্ট মেসিকে পেতে মুখিয়ে আছে সৌদির ক্লাব আল-আহলি।

জানা গেছে, মায়ামির সঙ্গে মেসির চুক্তিতে ১২ মাসের একটি অতিরিক্ত মেয়াদ বাড়ানোর সুযোগ রয়েছে, যা যে কোনো সময় ক্লাব চাইলে কার্যকর করতে পারে। তবে এখন পর্যন্ত দুই পক্ষের মধ্যে কোনো আনুষ্ঠানিক সমঝোতা হয়নি। ফলে যুক্তরাষ্ট্রের বাইরে থাকা যেকোনো ক্লাবের সঙ্গে এখন মেসি আলোচনায় বসতে পারেন।

ফরাসি পত্রিকা লা'কিপ-এর বরাতে জানা গেছে, সৌদি প্রো লিগের ক্লাব আল-আহলি ৩৮ বছর বয়সী এই আর্জেন্টাইন কিংবদন্তিকে দলে টানতে আগ্রহ প্রকাশ করেছে। ইন্টার মায়ামির সঙ্গে তার চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরেই তাকে সৌদি আরবে নিয়ে আসার পরিকল্পনা করছে ক্লাবটি। যদিও প্রস্তাবের আর্থিক দিক এখনও প্রকাশ হয়নি, তবে সৌদি আরব মেসিকে প্রো লিগে খেলাতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে বলেও প্রতিবেদনে জানানো হয়।

এর আগে ২০২৩ সালে বার্সেলোনা ছাড়ার পর সৌদি আরব থেকে বড় অঙ্কের প্রস্তাব পেলেও, সেসময় যুক্তরাষ্ট্রের ইন্টার মায়ামিকে বেছে নেন মেসি। সেখানেই তিনি আড়াই বছরের একটি চুক্তিতে সই করেন, যার মেয়াদ শেষ হচ্ছে চলতি বছরের ডিসেম্বরে। তবে মায়ামির সহ-মালিক জর্জ মাস সম্প্রতি ইএসপিএনকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, 'আমরা চাই মেসি এখানেই তার ক্যারিয়ার শেষ করুক।'

তবুও, আল-আহলির সাম্প্রতিক আগ্রহ এবং অগ্রগতি সবকিছু মিলিয়ে এখন দেখার বিষয়, মেসি মায়ামিতে থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন, নাকি সৌদি আরবে নতুন কোনো চ্যালেঞ্জ গ্রহণ করেন। শেষ পর্যন্ত যদি এই চুক্তি বাস্তবায়িত হয়, তাহলে ফুটবলভক্তরা আবারও মুখোমুখি হবেন মেসি ও ক্রিস্তিয়ানো রোনালদো। যা ফুটবল ইতিহাসের অন্যতম স্মরণীয় দ্বৈরথ হিসেবে পরিচিত।

Comments

The Daily Star  | English
Kudos for consensus in some vital areas

Kudos for consensus in some vital areas

If our political culture is to change, the functioning of our political parties must change dramatically.

2h ago