লস অ্যাঞ্জেলেস গ্যালাক্সির বিপক্ষে ফিরছেন মেসি

শুরুতে জানা গিয়েছিল অন্তত পাঁচ ম্যাচ মাঠের বাইরে থাকতে হবে লিওনেল মেসিকে। তবে ইন্টার মায়ামির জন্য সুসংবাদ এখনই মাঠে ফিরতে প্রস্তুত অধিনায়ক। শনিবার মেজর লিগ সকারে লস অ্যাঞ্জেলেস গ্যালাক্সি বিপক্ষেই ফিরছেন আর্জেন্টাইন মহাতারকা। বিষয়টি নিশ্চিত করেছেন মায়ামির কোচ হাভিয়ের মাসচেরানো।
মাসচেরানো শুক্রবার অনুশীলনের আগে সাংবাদিকদের বলেন, 'লিও ভালো আছে। বুধবার থেকেই দলের সঙ্গে অনুশীলন করছে। আজকের সেশনে কিছু অস্বাভাবিক না ঘটলে কালকের ম্যাচে সে খেলতে পারবে।'
রেকর্ড আট বারের ব্যালন ডি'অরজয়ী মেসি গত ২ আগস্ট লিগস কাপের নেকাক্সার বিপক্ষে ম্যাচে হ্যামস্ট্রিংয়ে হালকা চোট পান। ম্যাচের ১১তম মিনিটেই তাকে তুলে নিতে হয়েছিল। সেই আঘাত কাটিয়ে ফিরছেন তিনি।
এই প্রত্যাবর্তন মায়ামির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ গত সপ্তাহে তারা ৪-১ গোলে হেরে বসেছে অরল্যান্ডো সিটির কাছে। বর্তমানে ইস্টার্ন কনফারেন্সে ৪২ পয়েন্ট নিয়ে ছয় নম্বরে অবস্থান করছে দলটি। শীর্ষে থাকা ফিলাডেলফিয়ার চেয়ে ৯ পয়েন্ট পেছনে রয়েছে তারা, তবে হাতে আছে তিনটি ম্যাচ।
৩৮ বছর বয়সী মেসি এবারও দারুণ ফর্মে আছেন। এখন পর্যন্ত ১৮ ম্যাচে ১৮ গোলের পাশাপাশি করেছেন ৯টি অ্যাসিস্ট। গোল্ডেন বুট দৌড়ে এগিয়ে রয়েছেন বর্তমান এমএলএস এমভিপি।
শনিবার ঘরের মাঠে মায়ামি এগিয়ে থাকবে কাগজে-কলমে। কারণ গ্যালাক্সি যদিও গত মৌসুমের এমএলএস কাপ চ্যাম্পিয়ন, তবে এবার তারা লিগের সবচেয়ে খারাপ রেকর্ড নিয়ে রয়েছে তলানিতে।
তবে প্রতিপক্ষকে হালকাভাবে নিচ্ছেন না মাসচেরানো। তিনি বলেন, 'আমার কাছে গ্যালাক্সি এমন একটি দল, যাদের মান লিগের পয়েন্ট টেবিলে প্রতিফলিত হয়নি। ইনজুরি আর নানা পরিস্থিতিতে মৌসুমের শুরুটা ভালো যায়নি। তবে গত কয়েক মাসে তারা অনেক উন্নতি করেছে।'
এরপরই মায়ামির সামনে অপেক্ষা করছে আরেকটি বড় চ্যালেঞ্জ, বুধবার লিগস কাপের কোয়ার্টার ফাইনালে মেক্সিকান ক্লাব টাইগ্রেস উয়ানএলের মুখোমুখি হবে তারা।
Comments