ভুটানকে হারিয়ে বাংলাদেশের টানা চার জয়

প্রথম তিন ম্যাচের প্রত্যেকটিতেই জিতেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী দল। ফিরতি রাউন্ডের ম্যাচেও জয় দিয়ে শুরু লাল-সবুজের প্রতিনিধিদের। ভুটানকে উড়িয়ে দিয়ে টানা চার জয়ে শীর্ষস্থান মজবুত করেছে স্বাগতিকরা।
বৃহস্পতিবার বসুন্ধরা কিংস অ্যারেনার অনুশীলন মাঠে অনুষ্ঠিত সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপে ভুটানের বিপক্ষে ৩-০ গোলের সহজ জয় তুলে নিয়েছে বাংলাদেশ।
দলের হয়ে জোড়া গোল করেন তৃষ্ণা রাণী সরকার। দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নামা স্বপ্না রানী যোগ করেন আরেকটি গোল। এই জয়ে ১২ পয়েন্ট নিয়ে চার দলের ডাবল রাউন্ড-রবিন টুর্নামেন্টে বাংলাদেশের অবস্থান শীর্ষে।
এর আগে দিনের প্রথম ম্যাচে নেপাল ৭-০ গোলের বড় ব্যবধানে উড়িয়ে দেয় শ্রীলঙ্কাকে। ফলে চার ম্যাচ শেষে ৯ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে তারা।
সবমিলিয়ে, বাংলাদেশের সামনে এখন টুর্নামেন্ট জয়ের সুবর্ণ সুযোগ। টানা জয়ে দল যেমন আত্মবিশ্বাসে টইটম্বুর, তেমনি পরের ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে জিতলেই শিরোপা প্রায় নিশ্চিত হয়ে যাবে তাদের।
Comments