তিমুর-লেস্তেকে হারিয়ে ধারাবাহিকতা ধরে রাখতে চায় বাংলাদেশ

লাল-সবুজের মেয়েরা আগের ম্যাচে শক্ত প্রতিপক্ষ আয়োজক লাওসকে পরাজিত করে আত্মবিশ্বাসের বাতাস বইয়ে দিয়েছে। কঠিন প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে মুখোমুখি হওয়ার আগে আজ অপরিচিত টিমর-লেস্তেকে হারিয়ে জয়রথ অব্যাহত রাখার অভিপ্রায় নিয়ে মাঠে নামছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী দল।

শুক্রবার এএফসি অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপ বাছাইপর্বে লাওস ন্যাশনাল স্টেডিয়ামে বাংলাদেশের মেয়েরা তিমুর-লেস্তের বিরুদ্ধে মাঠে নামবে বাংলাদেশ সময় বিকেল ৩টায়।

ইংলিশ কোচ পিটার বাটলারের শিষ্যরা প্রথম ম্যাচে আয়োজক লাওসের বিপক্ষে প্রথমার্ধে কিছুটা সংগ্রাম করলেও দ্বিতীয়ার্ধে দারুণ আধিপত্য দেখিয়ে ৩-১ গোলে জয় তুলে নেয়। সেই জয়ের প্রেরণায় আজ পুরো তিন পয়েন্ট নিয়েই মাঠ ছাড়তে চায় বাংলাদেশ। যাতে সাবেক চ্যাম্পিয়ন ও গ্রুপের ফেভারিট দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হওয়ার আগে আত্মবিশ্বাস অটুট থাকে।

লাওসের মতো তিমুর-লেস্তেও বাংলাদেশের জন্য অপরিচিত প্রতিপক্ষ। তবে তাদের শক্তি তুলনামূলক কম। প্রথম ম্যাচে দক্ষিণ কোরিয়ার কাছে ৯-০ গোলের বড় হারে তারা ব্যাকফুটে আছে। এই ম্যাচের ফলাফলে বাংলাদেশ কোচিং স্টাফ প্রতিপক্ষের খেলা বিশ্লেষণের সুযোগও পেয়েছে।

তবু ভালো ফল পেতে আফঈদা ও সতীর্থদের নিজেদের পারফরম্যান্স আরও উন্নত করতে হবে, বিশেষ করে পাসিং ও খেলার নিয়ন্ত্রণে। এই ম্যাচে জয় বাংলাদেশের ফাইনালে পৌঁছানোর সম্ভাবনাকে বাড়িয়ে তুলতে পারে, বিশেষ করে সেরা তিন রানার্স-আপের একটি হওয়ার লড়াইয়ে।

আজকের ম্যাচের আগে মাঠে কোনো আউটডোর অনুশীলন করেনি দল। তবে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) বিবৃতিতে জানানো হয়েছে, খেলোয়াড়রা স্ট্রেচিং, জিম ওয়ার্কআউটের পর সাঁতার পুলে রিকভারি সেশন সম্পন্ন করেছে।

Comments