এবার জোড়া গোলে রোনালদোর রেকর্ড ভাঙলেন মেসি

Lionel Messi

ইন্টার মায়ামির হয়ে দুইয়ের নামতা গুণে টানা পাঁচ ম্যাচে গোল করেছিলেন লিওলেন মেসি। ৬ষ্ঠ ম্যাচে পাননি গোল, দলও হেরেছিলো। সপ্তম ম্যাচে আবার জোড়া গোল করলেন আর্জেন্টাইন ফুটবল মহাতারকা। তাতে দলের বড় জয় তো এসেছেই, আরেকটি রেকর্ডও গড়ে ফেলেছেন তিনি।

এমএলএসে নিউইয়র্কে রেড বুলসকে ৫-১ গোলে উড়িয়ে দেওয়ার ম্যাচে দুই গোল করেন মেসি। এতে করেন পেনাল্টিবিহীন গোলে ক্রিস্তিয়ানো রোনালদোকে ছাড়িয়ে গেছেন রেকর্ড আট বারের ব্যালন ডি'অর জেতা তারকা। রোনালদোর চেয়ে ১৬৭টি ম্যাচ কম খেলেই মেসির নন পেনাল্টি গোল এখন ৭৬৪, রোনালদোর তা ৭৬২।

এদিন জোড়া গোলের পাশাপাশি একটি অ্যাসিষ্টও করেন দুরন্ত ছন্দে থাকা মেসি। এদিন খেলার ১৪ মিনিটে পিছিয়ে যায় মায়ামি।

তবে মেসি দ্রুত সেই ধাক্কা সামলে ইন্টার মায়ামির খেলায় ছন্দ ফিরিয়ে আনেন। ২৪তম মিনিটে বার্সেলোনার প্রাক্তন সতীর্থ জর্ডি আলবাকে একটি দারুণ পাস বাড়িয়ে দেন, যা থেকে আলবা সমতাসূচক গোলটি করেন।

এরপর মায়ামির দ্বিতীয় গোলের জন্যও মেসি আলবার সঙ্গে জুটি বাঁধেন। তিনি আবারও একটি দুর্দান্ত পাস দিয়ে স্প্যানিশ এই খেলোয়াড়কে খুঁজে নেন, যিনি ক্রস করলে ২৭তম মিনিটে তেলস্কো সেগোভিয়া বল জালে জড়ান। এরপর প্রথমার্ধের অতিরিক্ত সময়ের একেবারে শেষ দিকে সেগোভিয়া তার দ্বিতীয় গোলটি করে মায়ামিকে ম্যাচের নিয়ন্ত্রণ এনে দেন।

দ্বিতীয়ার্ধে মেসি ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজের হাতে তুলে নেন, মায়ামি হয়ে উঠে অপ্রতিরোধ্য। আরেক প্রাক্তন বার্সেলোনা সতীর্থ সার্জিও বুসকেটসের একটি অসাধারণ থ্রু বল ধরে আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী মেসি ৬০তম মিনিটে গোলমুখে ছুটে যান। মেসি সময় নিয়ে ঠাণ্ডা মাথায় রেড বুলসের গোলরক্ষক কার্লোস করোনেলকে বোকা বানিয়ে বল জালে পাঠান, ফলে স্কোর দাঁড়ায় ৪-১।

বার্সেলোনার আরও এক পুরনো বন্ধুর সমন্বয়ে আসে মেসির দ্বিতীয় গোল। লুইস সুয়ারেজ বাম প্রান্ত থেকে ক্রস বাড়ান এবং মেসি বক্সের ঠিক বাইরে বল নিয়ন্ত্রণে নিয়ে করোনেলকে পরাস্ত করে জোরালো শটে গোল করেন।

Comments

The Daily Star  | English

Yunus promises election on time

Chief Adviser Prof Muhammad Yunus yesterday reaffirmed his commitment to holding the 13th national election in the first half of February next year.

6h ago