ইপিএল দেখাবে বঙ্গ

দেশে ইংলিশ প্রিমিয়ার লিগের জ্বরে জাগছে নতুন উত্তেজনা। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এই ফুটবল আসরের সবগুলো ম্যাচ দেখা যাবে দেশের শীর্ষস্থানীয় স্ট্রিমিং প্ল্যাটফর্ম বঙ্গে। আজ রোববার ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে জাঁকজমকপূর্ণ আয়োজনে এ ঘোষণা দেয় প্রতিষ্ঠানটি।
৩৮০টি ম্যাচই সরাসরি দেখা যাবে বঙ্গ অ্যাপে, যেখানে দর্শকরা মোবাইল, স্মার্ট টিভি, ল্যাপটপ কিংবা ট্যাবলেট—যেকোনো ডিভাইস থেকেই উপভোগ করতে পারবেন হাই ডেফিনেশনে ইপিএলের প্রতিটি রোমাঞ্চকর লড়াই। দর্শকদের জন্য রাখা হয়েছে তিন ধরণের প্যাকেজ—'সিজন পাস' (৬৫০ টাকা), 'মাসিক প্যাক' (১১০ টাকা) এবং একদিনের 'ডেইলি পাস' (২৫ টাকা)।
নাটক ও ওয়েব সিরিজে জনপ্রিয়তা পাওয়ার পর এবার খেলাধুলার সরাসরি সম্প্রচারে পদার্পণ করল বঙ্গ। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিথ আউয়াল। তিনি বলেন, 'বঙ্গের মতো দেশীয় প্রতিষ্ঠানে ইপিএল সম্প্রচারিত হচ্ছে দেখে আমরা আনন্দিত। আশা করি এই উদ্যোগ নতুন প্রজন্মকে শুধু দেখা নয়, ফুটবল খেলতেও উৎসাহিত করবে।'
বঙ্গের সহ-প্রতিষ্ঠাতা ফায়াজ তাহের বলেন, 'নব্বইয়ের দশকে আমি টিভিতে ইংলিশ প্রিমিয়ার লীগ দেখে বড় হয়েছি। বাংলাদেশের আবারও ফুটবলের উন্মাদনা ফিরে এসেছে। আমাদের লক্ষ্য তরুণ প্রজন্মকে বিশ্বের সেরা লীগ ইপিএল দেখার সুযোগ করে দেওয়া।'
Comments