আলিফ-সাগরকে ঘিরে বড় স্বপ্ন দেখছে বিকেএসপি

আন্তর্জাতিক অঙ্গনে প্রথমবারের মতো সিনিয়র পর্যায়ে ব্যক্তিগত ফাইনালে উঠেছেন বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) আর্চার আব্দুর রহমান আলিফ। সিঙ্গাপুরে অনুষ্ঠিত এশিয়া কাপ আর্চারির দ্বিতীয় ধাপে রিকার্ভ ব্যক্তিগত ইভেন্টে চাইনিজ তাইপের পিন-আন চেনকে ৬-৪ সেটে হারিয়ে ফাইনালে জায়গা করে নেন ১৯ বছর বয়সী এই তরুণ।

আলিফ এর আগে বিশ্বকাপ, এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপ এবং এশিয়ান গ্রাঁ প্রি-তে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করলেও ব্যক্তিগত কোনো পদক জিততে পারেননি। তবে তিনি ২০২২ ও ২০২৪ সালে এশিয়ান গ্রাঁ প্রিতে বাংলাদেশ রিকার্ভ দলের সদস্য হিসেবে দু'বার রুপা জিতেছিলেন।

বিকেএসপির দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী আলিফ গত বছর সেপ্টেম্বরে চাইনিজ তাইপেতে অনুষ্ঠিত এশিয়ান আর্চারি অনূর্ধ্ব-২১ যুব চ্যাম্পিয়নশিপে ব্যক্তিগত ফাইনাল খেলেছিলেন, তবে লি-চেং হুয়াংয়ের কাছে হেরে রৌপ্য পদকে সন্তুষ্ট থাকতে হয় তাকে।

এবার সেমিফাইনালে চেনকে হারানোর আগে পাবনার এই তরুণ আর্চার চীনের ২৬তম র‍্যাঙ্কধারী আলিনকে ৬-২, মালয়েশিয়ার ১০ নম্বরের মোহাম্মদ শফিক বুস্তামিনকে ৬-৪ এবং চাইনিজ তাইপের দ্বিতীয় র‍্যাঙ্কধারী তাই-ইয়েন লিউকে হারিয়ে চমক দেখান।

শুক্রবার চীনের মিয়াতা গাকুতোর বিপক্ষে ফাইনাল নিশ্চিত করে সিনিয়র পর্যায়ে নিজের প্রথম ব্যক্তিগত পদকও নিশ্চিত করেছেন আলিফ। বিশ্ব র‍্যাঙ্কিংয়ে একসময় ৯৫তম অবস্থানে থাকা এই দীর্ঘদেহী আর্চার জাতীয় দল থেকে হারিয়ে গেলেও বিকেএসপি আবার মূলধারায় ফিরিয়ে আনে তাকে।

শীর্ষ আর্চার হাকিম আহমেদ রুবেল ও রোমান সানা যুক্তরাষ্ট্রে পাড়ি দেওয়ায় তাদের অনুপস্থিতিতে আলিফ ফাইনালে উঠায় দারুণ স্বস্তিতে বিকেএসপি। সংস্থাটি এখন আলিফ ও সাগর ইসলামকে ঘিরে একটি উচ্চাকাঙ্ক্ষী প্রকল্পের কথা ভাবছে। উল্লেখ্য, সাগর ২০২৪ প্যারিস অলিম্পিকে নিজ যোগ্যতায় অংশগ্রহণ করেছিলেন।

২১টি খেলাধুলা শাখার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুনিরুল ইসলাম জানান, আলিফ ও সাগরকে ২০২৮ অলিম্পিক পর্যন্ত প্রস্তুত করতে চান তারা।

'নতুন ডিসিপ্লিনগুলোর মধ্যে আর্চারিতেই সবচেয়ে ভালো সাফল্য আসছে। তাই আমরা অলিম্পিকে পদক জয়ের লক্ষ্যে এই দুইজন আর্চারকে নিয়ে দীর্ঘমেয়াদি প্রশিক্ষণ প্রকল্প নিতে চাই। স্থানীয় ও বিদেশি কোচদের মাধ্যমে যদি বছরব্যাপী প্রশিক্ষণের ব্যবস্থা করা যায়, তাহলে এরা অলিম্পিকে পদক আনতে পারবে—এই আত্মবিশ্বাস আমাদের আছে,' বলেন মনিরুল।

তিনি আরও জানান, এই স্বপ্ন বাস্তবায়নে আগামী চার বছরে মাত্র ২৬ লাখ টাকা প্রয়োজন বিকেএসপির। টেলিকম, ব্যাংক, বীমা ও কর্পোরেট প্রতিষ্ঠানগুলোর প্রতি সহায়তার আহ্বান জানিয়ে তিনি বলেন, 'দু'জনই এবার এইচএসসি দেবে। এরপর বিকেএসপিতে তাদের ধরে রাখা কঠিন হবে। তাই মাসে ৩০ হাজার টাকা সম্মানীসহ কিছু সুবিধা দেওয়ার পরিকল্পনা রয়েছে, যার জন্য এই সহায়তা প্রয়োজন। আবাসন, খাবার, চিকিৎসা, ট্রেনিং, যাতায়াত এবং স্থানীয় ও বিদেশি কোচ—সবকিছুর ব্যয় বিকেএসপি বহন করবে।'

এই মুহূর্তে আলিফ ও সাগর দু'জনই জাতীয় দলের সঙ্গে রয়েছেন এবং তাদের কোচিং করছেন জার্মান কোচ মার্টিন ফ্রেডরিক, যিনি এর আগে রোমান সানা ও সাগরকে যথাক্রমে ২০২০ ও ২০২৪ অলিম্পিকে সরাসরি খেলার যোগ্য করে তুলেছিলেন।

Comments

The Daily Star  | English

No scope to avoid fundamental reforms: Yunus

Conveys optimism commission will be able to formulate July charter within expected timeframe

6h ago