কোনো পক্ষপাত হয়নি: হকি দল বাছাই নিয়ে ব্যাখ্যা হকি ফেডারেশনের

আগামী ২৯ আগস্ট ভারতের বিহারে শুরু হতে যাওয়া এশিয়া কাপ হকিকে সামনে রেখে ১৮ সদস্যের বাংলাদেশ দল ঘোষণা করেছে বাংলাদেশ হকি ফেডারেশন (বিএইচএফ)। তবে সদ্য বিদায়ী অধিনায়ক পুশকর খিসা মিমোসহ চার অভিজ্ঞ খেলোয়াড়কে দল থেকে বাদ দেওয়ায় পক্ষপাতিত্বের অভিযোগ ওঠে। এই অভিযোগ স্পষ্টভাবে অস্বীকার করেছে ফেডারেশন।

ঘোষিত দলে মিমোর সঙ্গে জায়গা হয়নি মঈনুল ইসলাম কৌশিক, নাঈম উদ্দিন ও আবেদ উদ্দিনের—যারা গত এপ্রিলে ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত এএইচএফ কাপে খেলেছিলেন। দল ঘোষণার পর বাদ পড়া খেলোয়াড়রা ফেডারেশনের হোস্টেলে সাধারণ সম্পাদক রিয়াজুল হাসানের সঙ্গে কথা বলতে গিয়ে এক যুগ্ম সম্পাদককে ঘিরে উত্তপ্ত বাকবিতণ্ডায় জড়িয়ে পড়লেও পরে পরিস্থিতি মিটমাট হয়।

রিয়াজুল হাসান সাংবাদিকদের বলেন, 'কেউ যদি মনে করে নির্বাচনে পক্ষপাতিত্ব হয়েছে, সেটা ভুল ধারণা। নির্বাচকরা গত ১০ দিন ধরে অনুশীলন পর্যবেক্ষণ করেছেন, আমিও ম্যাচ দেখেছি। লক্ষ্য ছিল সেরা প্রাপ্য খেলোয়াড়দের নিয়েই দল তৈরি করা।'

বাদ পড়া এক খেলোয়াড় অভিযোগ করেন, এএইচএফ কাপে খাবার ও অন্যান্য বিষয়ে প্রতিবাদ করায় তাদের 'শাস্তি' দেওয়া হয়েছে। তবে রিয়াজুল হাসান অভিযোগটি প্রত্যাখ্যান করে বলেন,

'ম্যানেজারের রিপোর্টে এমন কিছু লেখা হয়নি। কোনো অভিযোগ থাকলে তদন্ত হবে। আর আমরা যাদের ক্যাম্পে ডেকেছি, সবাই সুযোগ পেয়েছে। ভবিষ্যতে বাদ পড়া খেলোয়াড়দেরও আবার সুযোগ দেওয়া হতে পারে।'

প্রধান কোচ মশিউর রহমান বিপ্লবও স্পষ্ট জানিয়ে দেন, 'প্রস্তুতি ক্যাম্পে আমরা তাদের কাছ থেকে যা চেয়েছিলাম, সেটা তারা দিতে পারেনি। পারফরম্যান্স ও আরও কিছু বিষয় বিবেচনায় দল গড়া হয়েছে।'

ঘোষিত দলে রিয়াজুল করিম বাবুকে অধিনায়ক ও আশরাফুল ইসলামকে সহঅধিনায়ক করা হয়েছে। দল নিয়ে আশাবাদী বাবু বলেন, 'এটি সিনিয়র-জুনিয়র মিশ্রণ দল। সিনিয়ররা অভিজ্ঞ হলেও ফিটনেসে জুনিয়ররা এগিয়ে। কোচের নির্দেশনা মেনে খেলতে পারলে এবং সঠিক দিকনির্দেশনা পেলে ভালো কিছু করা সম্ভব। প্রস্তুতি কম হলেও শক্তি অনুযায়ী খেলতে পারলে বিশ্বকাপে জায়গা পাওয়ার সম্ভাবনা আছে।'

বাংলাদেশ দলের স্কোয়াড: বিপ্লব কুজুর, নুরুজ্জামান নয়ন, আশরাফুল ইসলাম, রিয়াজুল করিম বাবু, ফাহাদ আহমেদ শিতুল, সোহানুর রহমান সবুজ, হোজাইফা হোসেন, আমিরুল ইসলাম, মেহেদী হাসান, রোমান সরকার, ফজলে হোসেন রাব্বি, আল নাহিয়ান শুভ, তায়েব আলী, তানভীর রহমান সিয়াম, রকিবুল হাসান, ওবায়েদুল হোসেন জয়, আরশাদ হোসেন ও মোহাম্মদ আব্দুল্লাহ।

Comments

The Daily Star  | English
National election

Political parties must support the election drive

The election in February 2026 is among the most important challenges that we are going to face.

7h ago