ফ্রেঞ্চ ওপেন জিতে জোকোভিচের ইতিহাস

রোববার ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে নরওয়ের ক্যাসপার রুডকে ৭-৬, ৬-৩ ও ৬-৫ সেটে চ্যাম্পিয়ন হয়েছেন তিনি। এই নিয়ে ২৩টি গ্র্যান্ড স্ল্যাম জিতলেন জোকোভিচ। ২২টি গ্র্যান্ড স্ল্যাম জেতা নাদাল নেমে গেলেন দুইয়ে।
novak djokovic
নোভাক জোকোভিচ

ইতিহাসের সামনে দাঁড়িয়ে ছিলেন নোভাক জোকোভিচ। প্রত্যাশিত জয়ে ফ্রেঞ্চ ওপেন জিতে সেই ইতিহাস গড়েছেন তিনি। সর্বোচ্চ গ্র্যান্ড স্ল্যাম জয়ে রাফায়েল নাদালকে ছাড়িয়ে রেকর্ড একার করে নিয়েছেন সার্বিয়ান কিংবদন্তি তারকা।

রোববার ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে নরওয়ের ক্যাসপার রুডকে ৭-৬, ৬-৩ ও ৬-৫ সেটে চ্যাম্পিয়ন হয়েছেন তিনি। এই নিয়ে ২৩টি গ্র্যান্ড স্ল্যাম জিতলেন জোকোভিচ। ২২টি গ্র্যান্ড স্ল্যাম জেতা নাদাল নেমে গেলেন দুইয়ে।

এদিন ম্যাচ জিততে প্রথম সেটে কিছুটা বেগ পেতে হয় তাকে। তুমুল লড়াইয়ের পর জেতেন ৭-৬ ব্যবধানে। পরের সেটে রুডকে তেমন লড়তে দেননি জোকোভিচ। শেষ সেটেও হয় জম্পেশ লড়াই। শেষ পর্যন্ত সহজাত মুন্সিয়ানায় ম্যাচ বের করে নেন ৩৬ পেরুনো তারকা।

২৩টি গ্র্যান্ড স্ল্যামের মধ্যে অস্ট্রেলিয়ান ওপেন ১০টি, উইম্বলডন ৭টি, ইউএস ওপেন ও ফ্রেঞ্চ ওপেন তিনি ৩বার। জোকোভিকচই প্রথম টেনিস খেলোয়াড় যিনি চারটি মেজর টুর্নামেন্ট অন্তত তিনবার করে জিতেছেন। 

জোকোভিচ যার কাছ থেকে রেকর্ড নিজের করে নিলেন সেই নাদালও তাকে টুইট করে জানিয়েছেন শুভেচ্ছা, 'দুর্দান্ত অর্জনের জন্য অনেক অভিনন্দন। ২৩ নম্বর সংখ্যাটা কয়েক বছর আগেও অসম্ভব ছিল। তুমি এটা করে ফেলেছ। পরিবারের সঙ্গে উপভোগ করো।' 

জয়ের প্রতিক্রিয়ায় সবাইকে ধন্যবাদ দিয়েছেন রোমাঞ্চিত জোকোভিচ,  'আমার দল, আমার পরিবার সবাই এখানে। আমার দুই ভাই এখানে নেই তবু সবাইকে ভালোবাসা জানাচ্ছি। আমার জন্য ধর্য্য ধরার জন্য, সহ্য করার জন্য সবাইকে ধন্যবাদ।' 

'আমি আয়োজকদের ধন্যবাদ দেই, গ্র্যান্ড স্ল্যাম হচ্ছে গ্র্যান্ড স্ল্যাম। প্রতিটি খেলোয়াড় এই মঞ্চে ট্রফি জেতার স্বপ্ন দেখে। আমি ভাগ্যবান যে ২৩বার এটা জিততে পেরেছি। এটা অবিশ্বাস্য অনুভূতি।'

ফাইনাল দেখতে এদিন গ্যালারিতে উপস্থিত ছিলেন ফুটবল তারকা কিলিয়ান এমবাপে, জলাতান ইব্রাহিমোভিচ ও জেমি ভার্ডি। তাদের কথা উল্লেখ্য করেও ধন্যাদেন জোকোভিচ। 

Comments