গুরুতর অসুস্থ স্বজনকে ইউএস ওপেন উৎসর্গ করলেন অশ্রুসিক্ত সিনার

Jannik Sinner

বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যাম জিতেছিলেন ইয়ানিক সিনার, শেষটিও জিতলেন তিনি। অস্ট্রেলিয়ান ওপেন দিয়ে শুরুর পর ইউএস ওপেন দিয়ে শেষ করলেন টেনিস বিশ্বের এক নম্বর তারকা। ২৩ বছর বয়সী সিনারই প্রথম ইতালিয়ান যিনি এককভাবে ইউএস ওপেন জিতলেন। ঐতিহাসিক জয় চোখে জল নিয়ে গুরুতর অসুস্থ স্বজনকে উৎসর্গ করেছেন তিনি।

ইউএস ওপেনের ফাইনালে ফ্রিৎজকে  ৬-৩, ৬-৪, ৭-৫ গেমে হারান সিনার। এদিন পুরো গ্যালারি ছিলো ফ্রিৎজের পক্ষে। মার্কিন তারকা ঘরের মাঠের সুবিধা পাবেন জানতেন সিনার। তবে প্রতিকূল পরিবেশেও ঘাবড়ে যাননি সিনার।

এমন অর্জন তিনি উৎসর্গ করেছেন তার স্বজনকে, 'আমার অ্যান্টি খুবই অসুস্থ। আমি জানি না তিনি আর কতদিন বাঁচবেন। তিনি আমার জীবনের খুব গুরুত্বপূর্ণ মানুষ। আমার একটাই চাওয়া তার সুস্থতা। যদিও দুর্ভাগ্যজনকভাবে সেটা সম্ভব না।'

অন্য কারণেও আবেগের ম্যাচ ছিলো সিনারের। এই গ্র্যান্ড স্ল্যামে নামার আগে বিতর্কে জড়িয়েছিলেন তিনি। গত  মার্চে ইন্ডিয়ান ওয়েলস প্রতিযোগিতায় খেলার সময় সিনারের শরীরে ক্লোস্টেবল নামে একটি পদার্থ পাওয়া যায়।

বিশ্ব অ্যান্টি ডোপিং এজেন্সি (ওয়াডা) ক্লোস্টেবল পদার্থটিকে নিষিদ্ধ ঘোষণা করেছে। যদিও ইচ্ছাকৃতভাবে ডোপিং না করায় তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি আন্তর্জাতিক টেনিস ইন্টিগ্রিটি এজেন্সি (আইটিআইএ)। সিনারকে শাস্তি না দেওয়ায় দুইজন টেনিস তারকা প্রতিবাদ, করেন।

নানান বিতর্ক, ঝক্কি পেরিয়ে আসল লড়াইয়েও জিতলেন ইতালিয়ান তারকা।

Comments

The Daily Star  | English

Suspected robbers attack police camp on the Meghna

Suspected robbers launched an assault on a newly established police camp in Munshiganj’s Gajaria upazila yesterday, sparking a gunfight between them and law enforcers yesterday.

4h ago