ট্রায়াল শেষ, অপেক্ষায় ১৪ দেশের ৪৯ তরুণ ফুটবলার

ঢাকার জাতীয় স্টেডিয়ামে সোমবার দুই ঘণ্টাব্যাপী দুটি ম্যাচের মধ্য দিয়ে পর্দা নামল তিন দিনব্যাপী 'ডায়াসপোরা ট্রায়াল'-এর। অনূর্ধ্ব-১৯ ও অনূর্ধ্ব-২৩ পর্যায়ের এই ম্যাচগুলোতে অংশ নেন ১৪টি দেশের ৪৯ তরুণ ফুটবলার—যাদের লক্ষ্য একটাই, লাল-সবুজের জার্সিতে আন্তর্জাতিক মঞ্চে দেশের প্রতিনিধিত্ব করা।
প্রবাসী বাংলাদেশি বংশোদ্ভূত তরুণদের মধ্য থেকে প্রতিভাবানদের খুঁজে বের করতেই এই ট্রায়ালের আয়োজন। তিন দিন ধরে চলে এই বাছাই প্রক্রিয়া, যার মাধ্যমে সম্ভাবনাময়দের ভবিষ্যতে জাতীয় পাইপলাইনে যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
এদিনের ম্যাচগুলোর মধ্য দিয়ে খেলোয়াড়রা শেষবারের মতো নিজেদের প্রমাণের সুযোগ পান নির্বাচকদের সামনে। এখন অপেক্ষা, কারা পাবেন স্বপ্নপূরণের ডাক।
ছবি: ফিরোজ আহমেদ
















Comments