মাঠে যাওয়া দর্শকদের জন্য বাফুফের ৬ গাইডলাইন, যেসব জায়গায় থাকছে বড় পর্দা 

Bangladesh football Team

ফুটবল ঘিরে তুমুল উন্মাদনার মাঝে আজ এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে নামবে বাংলাদেশ দল। হামজা চৌধুরী, শমিত সোম, ফাহমিদুল ইসলাম, জামাল ভূঁইয়াদের খেলা দেখার জন্য দর্শকদের আগ্রহ মাস দেড়েক থেকেই তুমুল। অনেকদিন আগেই সব টিকেট বিক্রি হয়ে গেছে। অনেকেই টিকেটের জন্য করছেন হাহাকার। দর্শকদের বিপুল উপস্থিতি আঁচ করে ও বাংলাদেশ-ভুটান ম্যাচের অভিজ্ঞতা থেকে বাংলাদেশ ফুটবল ফেডারেশন দর্শকদের কিছু গাইডলাইন দিয়েছে।

আজ সন্ধ্যা ৭টায় ঢাকার জাতীয় স্টেডিয়ামে (পূর্বের বঙ্গবন্ধু স্টেডিয়াম) শুরু হবে এই ম্যাচ। খেলা দেখতে যাওয়া দর্শকদের নিচের গাইডলাইনগুলো অনুসরণ করতে অনুরোধ করা হয়েছে:

১. গেট খুলবে দুপুর ২টায়।

২. যেকোনো ভুয়া টিকিটধারীর বিরুদ্ধে তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

৩. গেট ১-এ প্রবেশের জন্য অনুগ্রহ করে বাইরের গেট সারিবদ্ধভাবে দাঁড়ান। দৈনিক বাংলা থেকে রাজউক ভবন পর্যন্ত লাইনে দাঁড়ানোর জন্য ২টা লেন বরাদ্দ থাকবে। ১টি লেন যান চলাচলের জন্য খোলা রাখতে হবে।

 ৪. ঈদের ছুটি এবং আশপাশের অফিস বন্ধ থাকায় সড়ক ব্যবহারের এই সুবিধা একেবারে জন্যই প্রদান করা হয়েছে।

 ৫. টিকিটবিহীন দর্শকদের স্টেডিয়ামে প্রবেশের অনুমতি দেওয়া হবে না এবং তাদের অনুরোধ করা হচ্ছে প্রবেশের চেষ্টা না করতে। সব টিকিট ইতোমধ্যে বিক্রি হয়ে গেছে এবং শহরের বিভিন্ন স্থানে বড় পর্দায় খেলা দেখার ব্যবস্থা থাকবে যাতে দর্শকরা খেলা উপভোগ করতে পারেন।

৬. স্টেডিয়ামে কোনো ব্যাগ, বোতল বা অতিরিক্ত সামগ্রী আনা কঠোরভাবে নিষিদ্ধ। সবাইকে নিয়ম মেনে চলার এবং নিরাপদ পরিবেশ গঠনে সহযোগিতা করার অনুরোধ জানানো যাচ্ছে।

টিভি ও বড় পর্দায় দেখা যাবে ম্যাচ 

স্টেডিয়ামে জায়গা হবে ২৩ হাজার মানুষের, কিন্তু এই ম্যাচ দেখতে আগ্রহী আরও কোটি জনতা। তাদের জন্য ভরসা টিভি। বেসরকারি  স্পোর্টস চ্যানেল টি-স্পোর্টস সরাসরি সম্প্রচার করবে ম্যাচটি, খেলার এক ঘণ্টা আগে থেকে অনুষ্ঠান শুরু করবে তারা।

যারা স্টেডিয়ামের মতো খেলার অভিজ্ঞতা উপভোগ করতে চান, তাদের জন্য আটটি বিভাগীয় ভেন্যুতে বড় পর্দায় ম্যাচটি দেখানোর ব্যবস্থা হচ্ছে।

 গণমাধ্যমের খবর অনুযায়ী, ঢাকায় রবীন্দ্র সরোবরে, চট্টগ্রামে (আগে এম এ আজিজ স্টেডিয়াম নামে পরিচিত) জেলা স্টেডিয়ামে, সিলেটের জিরো পয়েন্টে, খুলনার শিববাড়ি মোড়ে, রাজশাহীর নানকিং বাজারে, বরিশালের বেলস পার্কে, ময়মনসিংহের জিলা পরিষদে এবং রংপুরের জিলা পরিষদে বড় পর্দা থাকবে।

রাজধানীর মিরপুরে বেশ কয়েকটি জায়গায় বড় পর্দার ব্যবস্থা করেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ও বিএনপি নেতা আমিনুল হক।  জায়গাগুলো হচ্ছে: ঘরোয়া মোড়, দুয়ারিপাড়া মোড়, দোরেন মোড়, ট-ব্লক মোড়, পার্ক কলোনি মোড়, মধ্য রাস্তা মোড় (সেকশন-৭, উত্তর সাইড), শহীদ আসিফ চত্বর (ধানসিঁড়ি স্কুল মোড়), মুসলিম বাজার ঈদগাহ মাঠ, শহীদ জিয়া মহিলা কলেজ (ই ব্লক মোড়), লালমাটিয়া স্ট্যান্ড (বাউনিয়াবাদ, মিরপুর-১১ মোড়), আলুবদি পুরাতন স্ট্যান্ড-আমতলা, বায়তুল আমান জামে মসজিদ মোড় (১১/সি, পল্লবী)|

Comments

The Daily Star  | English

'Shoot directly': Hasina’s order and deadly aftermath

Months-long investigation by The Daily Star indicates state forces increased deployment of lethal weapons after the ousted PM authorised their use

1d ago