‘ম্যাচটা প্লেটে তুলে দেওয়া হলেও পাকিস্তান ছড়িয়ে ফেলে নষ্ট করেছে’

ছবি: এএফপি

ভারত দিল ১২০ রানের লক্ষ্য। সেটার পেছনে ছুটে পাকিস্তান স্কোরবোর্ডে ১২ ওভারে ২ উইকেটে ৭২ রান এনেছিল। এরপর জাসপ্রতি বুমরাহ, হার্দিক পান্ডিয়ার পাল্টা আক্রমণে দিশা হারিয়ে ফেলে তারা। দীর্ঘ সময় চালকের আসনে থেকে শেষমেশ হারের পর প্রতিক্রিয়া জানানোর ভাষা খুঁজে পাচ্ছেন না পাকিস্তানের সাবেক অধিনায়ক ওয়াকার ইউনুস।

নিউইয়র্কে গতকাল রোববার 'এ' গ্রুপের রোমাঞ্চকর ম্যাচে ৬ রানে হেরেছে পাকিস্তান। ভারতকে ১১৯ রানে অলআউট করার পর তারা পুরো ওভার খেলে করতে পারে ৭ উইকেটে ১১৩ রান। টানা দুই হারে টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বের বাধা পাড়ি দেওয়া নিয়ে শঙ্কায় পড়ে গেছে বাবর আজমের দল।

হাতে ৭ উইকেট নিয়ে শেষ ৩৬ বলে ৪০ রান লাগত পাকিস্তানের। কিন্তু বুমরাহকে মারতে গিয়ে মোহাম্মদ রিজওয়ান বোল্ড হলে ঘুরে যায় ম্যাচের মোড়। এরপর ইমাদ ওয়াসিম, শাদাব খান, ইফতিখার আহমেদরা কেবল হতাশাই বাড়ান।

ছবি: এএফপি

ম্যাচের পর ভারতীয় গণমাধ্যম স্টার স্পোর্টসের আলোচনায় কিংবদন্তি পেসার ওয়াকার কাঠগড়ায় তুলেছেন পাকিস্তানের ব্যাটিংকে, 'পাকিস্তান— যদি তোমরা এই ম্যাচ জিততে না পারো, তাহলে কী আর বলব? ম্যাচটা প্লেটে তুলে দেওয়া হলেও পাকিস্তান এটা ছড়িয়ে ফেলে নষ্ট করেছে। পাকিস্তানের ব্যাটাররা ভয়াবহ বাজে পারফরম্যান্স করেছে। শুরুর দিকে কিছু জুটি হলেও তারা ম্যাচটা শেষ করতে পারেনি।'

নাসাউ কাউন্টি স্টেডিয়ামে টস জিতে আগে বোলিং বেছে নেওয়া পাকিস্তানের পেসাররা ভারতের ইনিংসের শেষদিকে নামান ধস। তবে প্রাক্তন গতি তারকা ওয়াকারের মতে, ভারতও ব্যাটিংয়ে সুবিধা করতে পারেনি, 'খারাপ ব্যাট করে ভারতই পাকিস্তানকে ম্যাচটা জেতার সুযোগ করে দিয়েছিল। তারা সহজেই ১৪০ কিংবা ১৫০ রান তুলতে পারত। শেষদিকে ৭ উইকেট হারানো তাদেরকে একদমই সাহায্য করেনি।'

চিরপ্রতিদ্বন্দ্বীদের পারফরম্যান্সের প্রশংসায় ওয়াকার যোগ করেছেন, 'ভারত দারুণ একটি ভারসাম্যপূর্ণ দল। যদি তারা ভালো ব্যাট না করে, তাহলেও তারা জানে যে, তাদের দলে রয়েছে— বুমরাহ, (মোহাম্মদ) সিরাজ ও (রবীন্দ্র) জাদেজা। তাদের বোলিং আর ফিল্ডিংও সবদিক থেকে পরিপূর্ণ, যা তাদেরকে ভীষণ রকমের ভালো একটি দলে পরিণত করেছে।'

Comments

The Daily Star  | English

Pakistan postpones foreign minister's visit to Bangladesh

The development comes amid escalation of tension between India and Pakistan following a terrorist attack

54m ago