ঝুলে থেকে কঠিন লড়াই চালাতে চায় বাংলাদেশ

ম্যাচের যা পরিস্থিতি তাতে বাংলাদেশের আশার জায়গা নেই বললেই চলে। চরম ব্যাটিং ব্যর্থতায় ফলোঅন এড়াতেই এখনো চাই ৭২ রান, হাতে আছে স্রেফ ২ উইকেট। এই অবস্থায় ম্যাচে ফিরতে হলে করতে হবে অভাবনীয় কিছু। দলের হয়ে কথা বলতে এসে বাংলাদেশের স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথ জানান, এখন যতটা সম্ভব কঠিন লড়াই চালানোর ইচ্ছা তাদের।
চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিন শেষে পুরো ম্যাচ হেলে ভারতের দিকে। তাদের করা ৪০৪ রানের জবাবে দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ৮ উইকেটে ১৩৩ রান। ক্রিজে আছেন শেষ স্বীকৃত ব্যাটার মেহেদী হাসান মিরাজ। দুই টেল এন্ডার নিয়ে তিনি আর কতদূর নিয়ে যেতে পারবেন দলকে!
ফলোঅন এড়ানোই কঠিন কাজ। ভারতের বড় লিড পাওয়া তাই স্রেফ সময়ের ব্যাপার। দ্বিতীয় ইনিংসে ভারত চাইবে বাংলাদেশকে পাহাড়সময় একটা লক্ষ্য দিতে। হাতে অনেকটা সময় থাকায় রান তাড়া কিংবা ম্যাচ দুটোই হয়ে উঠবে ভীষণ কঠিন।
বৃহস্পতিবার দিনের খেলা শেষ করে সংবাদ সম্মেলনে হেরাথ জানান ম্যাচটা যতদূর পারেন নিয়ে যাওয়াই লক্ষ্য তাদের, 'আরও তিন দিনের খেলা বাকি মানে ২৭০ ওভারের মতো বাকি। আমাদের লড়াই করতে হবে, কঠোর পরিশ্রম করতে হবে। আমরা জুটি পাই বিশেষ করে টেল এন্ডারদের থেকে। আমাদের কঠিন লড়াই করা দরকার।'
'৮ উইকেট হারিয়ে ফেলা হতাশাজনক। কিন্তু আপনি জানেন এটা টেস্ট ক্রিকেট, আরও তিনদিন বাকি। আমাদের ঝুলে থাকতে হবে এবং কঠিন লড়াই করতে হবে।'
চট্টগ্রামের উইকেটে বাংলাদেশের দুই স্পিনার ৪ উইকেট পেলেও বেশ খাটতে হয়েছে তাদের। ১৩৩ রানে ৪ উইকেট নিয়েছেন তাইজুল ইসলাম। ১১২ রানে ৪ উইকেট নেন মেহেদী হাসান মিরাজ। ভারতের কুলদীপ যাদব সেই তুলনায় ছিলেন অনেক ধারালো। ১০ ওভার বল করে ৩৩ রানেই তিনি এরমধ্যে পেয়ে গেছেন ৪ উইকেট। এই রিষ্ট স্পিনারের টার্ন ও গুগলির ধাঁধা বুঝতে পারেননি স্বাগতিক ব্যাটাররা। হেরাথের মতে তাকে খেলতে প্রয়োগের ক্ষেত্রে তাদের আরও সতর্ক হতে হবে, 'যদি স্পিনারদের তুলনায় যাই। তাইজুল ও মিরাজ ফিঙ্গার স্পিনার হিসেবে ভাল বল করেছে। কুলদীপ রিষ্ট স্পিনার সে বল আরও বেশি ঘুরিয়েছে। আমাদেরকে প্রয়োগ নিয়ে আরও সতর্ক থাকতে হবে।'
Comments