টি-টোয়েন্টিতে বাংলাদেশকে ভয় পাচ্ছে না আয়ারল্যান্ড
ওয়ানডে সিরিজে বাংলাদেশের সঙ্গে একদম লড়াই জমাতে পারেনি আয়ারল্যান্ড। আদর্শ কন্ডিশন পেয়েও ব্যাটে-বলে কোন জবাব আসেনি তাদের কাছ থেকে। তবে একদিনের ক্রিকেটে বিধ্বস্ত হওয়া আইরিশরা টি-টোয়েন্টিতে দেখাতে চায় নিজেদের ভিন্ন ছবি। সংস্করণ ভিন্ন হওয়ায় সেই কাজটা বেশ সম্ভব বলেও মনে হচ্ছে তাদের।
পুরো সিরিজে এখন পর্যন্ত হতাশাজনক ক্রিকেট খেলেছে আয়ারল্যান্ড। নিজেদের ফিরে পেতে চট্টগ্রামে এসে বাড়তি তাগিদ দেখা যাচ্ছে তাদের মাঝে। শনিবার সকাল থেকে চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে কঠোর অনুশীলন করে আইরিশরা।
বড় শটের মহড়ায় নিজেদের বেশ গা ঝাড়া দিতে দেখা গেছে তাদের। তারকা ব্যাটার পল স্টার্লিং ধুঁকতে থাকা অবস্থা থেকে বেরুতে কোচের সঙ্গে করেছেন আলাদা সেশন। হ্যারি টেক্টর, লোরকান টাকাররা নিজেদের প্রস্তুতির জানান দিয়েছেনও ভালোভাবে।
পরে সংবাদ সম্মেলনে দলের কথা বলতে আসেন টি-টোয়েন্টি সিরিজে দলে যোগ দেওয়া রস অ্যাডাইয়ার। তার ছোট ভাই মার্ক অ্যাডাইয়ারও আছেন দলে। মার্ক খেলেছেন ওয়ানডে সিরিজ। মার্ক পেসার হলেও রস করেন বাঁহাতি স্পিন। ওয়ানডে সিরিজে তিনি না থাকলেও দলের হার দেখেছেন বাইরে বসে। দলের পরিস্থিতি ব্যাখ্যা করে জানালেন লড়াইয়ে ফিরতে উন্মুখ তারা, 'অবশ্যই সবাই খুবই হতাশ। তবে এটা একটা নতুন শুরু, নতুন সংস্করণ। আমরা ফিরে আসতে মুখিয়ে আছি, এবং ইতিবাচক যে আমরা সেটা পারব। আমরা জানি বাংলাদেশ কতটা ভালো। নতুন সংস্করণে আমরা সুযোগ দেখছি।'
মূলত ব্যাটিং নির্ভর দল হওয়ায় আগ্রাসী মেজাজে খেলে আয়ারল্যান্ড। ফিল্ডিংয়ে থাকে তুখোড়। নিজেদের চেনা ধরণে ফেরার তাগিদ অনুভব করছে তারা, 'আমাদের চেনা ধরনে থাকতে হবে। আগ্রাসী হতে হবে। আমাদেরকে ব্যাটিং ও ফিল্ডিংয়ে আরও শৃঙ্খলা আনতে হবে। আমাদেরকে শট খেলতে হবে। আমরা সেসব করতে পারলে বড় জয় পেতে পারি।'
ওয়ানডে সিরিজে মাঝের ওভারে বাংলাদেশকে কোন চ্যালেঞ্জ জানাতে পারেননি আয়ারল্যান্ডের বোলাররা। শুরুতে কিছুটা চাপ তৈরি করলেও মাঝের ওভারে বদলে গেছে খেলা। দ্রুত রান তুলে বাংলাদেশের নিজেদের পকেটে নিয়ে গেছে খেলা। ওয়ানডেতে এমনটা সমস্যা তৈরি করলেও টি-টোয়েন্টিতে এদিক থেকে ভয়ের কিছু দেখছে না আয়ারল্যান্ড, 'বাংলাদেশ মাঝের ওভারে খুব ভালো ব্যাট করেছে। তাদের অনেক অভিজ্ঞ মুশফিকুর ও অন্যরা ছিল। সে অন্যরকম ব্যাট করেছে। আমাদের শৃঙ্খলা বজায় রাখতে হবে, আগ্রাসীও হতে হবে। আমরা বাংলাদেশকে ভয় পাচ্ছি না। আমরা সত্যিই তাদের বিপক্ষে ভালো কিছু দেখতে চাই।'
গত টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডকে হারিয়ে দেওয়ার স্মৃতি তরতাজা আয়ারল্যান্ডের। আবার গেল জানুয়ারিতে জিম্বাবুয়ের কাছে সিরিজ হারের তেতো অভিজ্ঞতাও আছে। রস বিশ্বকাপের দিকেই পেছন ফিরে নিজেদের ভালো সুযোগ দেখছেন, 'ব্যক্তিগতভাবে আমি টি-টোয়েন্টি ভালোবাসি। আমার মনে হয় খেলাটা যেকোনো দিকে যেতে পারে। আয়ারল্যান্ডের খুব ভালো বিশ্বকাপ কেটেছে। ভালো দুটি জয় এসেছে। আমরা এই ভিত্তি ধরে এগুতে চাই। যদিও জিম্বাবুয়ে আমাদেরকে জানুয়ারিতে ২-১ ব্যবধানে হারিয়েছে। কিন্তু সেখান থেকে উন্নতি করতে চাই।'
Comments