‘সাকিব আমাকে বলেছিল দ্রুততম সেঞ্চুরি করবে’

Shakib Al Hasan

ক্রিজে এসেই বাউন্ডারি মেরেছিলেন সাকিব আল হাসান। পরেও বেশ ঝুঁকি নিয়ে খেলতে থাকেন তিনি। ৪৫ বলে ফিফটি পেরুনোর পরও দেখান আগ্রাসন। তবে সেঞ্চুরির ঠিক ১৩ রান আগে আউট হয়ে যান বাংলাদেশ অধিনায়ক। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন পরে জানান, এরকম মেরে খেলার কথা তাকে আগেই বলেছিলেন সাকিব।

আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টে ৯৪ বলে ৮৭ রান করেন সাকিব। ১৪ চারে সাজান তার এই ইনিংস। ৪০ রানে ৩ উইকেট পড়ার পর নেমে মুশফিকুর রহিমের সঙ্গে চতুর্থ উইকেটে ১৫৯ রানের জুটি আনেন তিনি। টেস্ট ম্যাচেও তাকে পাওয়া যায় ওয়ানডের মেজাজে।

উইকেটে গিয়ে চনমনে উপস্থিতি ছিল সাকিবের। আইরিশ বোলারদের আলগা বোলিং মাড়িয়ে তরতরিয়ে রান বাড়াতে থাকেন। সাকিব-মুশফিকের ব্যাটিং দেখে সকালের সেশনেই মাঠে ছুটে আসেন বোর্ড প্রধান।

দিনের খেলার শেষ দিকে গণমাধ্যমে হাজির হয়ে জানান, সাকিব নাকি তাকে আগেই এমন অ্যাপ্রোচে ব্যাট করার কথা জানিয়েছিলেন,  'আমি সকালে এসেছিলাম তাড়াহুড়া করে দুটি সেঞ্চুরি দেখতে। একটি হল আরেকটি ফসকে গেল। আমাকে আগেই সাকিব বলছিল যে ও দ্রুততম সেঞ্চুরি করবে। আমি আবার ওকে বলেছিলাম এই এসব চলবে না, আগে ফিফটি কর। তাড়াহুড়া করো না। ও ভালো খেলেছে কিন্তু সেঞ্চুরিটা হলো না। ১৩ রান দূরে থেকে গেল।'

মিরপুরে একমাত্র টেস্টের দ্বিতীয় দিন শেষে বড় জয়ের কাছে বাংলাদেশ। ১৫৫ রানের লিড নিয়ে ১৩ রানেই আইরিশদের ৪ উইকেট ফেলে দেন সাকিব ও তাইজুল। ইনিংস হার এড়াতেই এখনো আয়ারল্যান্ডকে করতে হবে ১২৮ রান।

কিন্তু আগের দিন পরিস্থিতি ছিল আরেকটি ভিন্ন। আয়ারল্যান্ড ২১৪ রানে অলআউট হওয়ার পর ৩৪ রানে ২ উইকেট হারিয়ে ফেলেছিল বাংলাদেশ। প্রথম দিনের কথা স্মরণ করে নিজেদের বাস্তবতার কথা জানান বোর্ড সভাপতি,  'হ্যাঁ অবশ্যই, খেলোয়াড়দের সবার মানসিকতা এখন ইতিবাচক। তবে টেস্টে এখনও আমরা আহামরি কোনো ভালো দল না। আজকের খেলা দেখে মনে হচ্ছে খুব ভাল, কালকে মেজাজটাই খারাপ ছিল। এটাই বাস্তবতা, এখনও আমাদের অনেক দূর যেতে হবে। তবে আমার ধারনা এক বছরের মধ্যে বাংলাদেশ টেস্টে ভাল দল হয়ে উঠবে।'

Comments

The Daily Star  | English

How Dhaka’s rickshaw pullers bear a hidden health toll

At dawn, when Dhaka is just beginning to stir, thousands of rickshaw pullers set off on their daily grind.

19h ago