সিরিজ হারের হতাশার মাঝে শাস্তিও পেল বাংলাদেশ দল

Bangladesh cricket team
ফাইল ছবি- বিসিবি

র‍্যাঙ্কিংয়ে অনেক পিছিয়ে থাকা জিম্বাবুয়ের কাছে ওয়ানডে সিরিজ হারের ধাক্কার মাঝে জরিমানাও গুনতে হচ্ছে বাংলাদেশ দলকে। মন্থর ওভাররেটের কারণে ম্যাচ ফির ৪০ শতাংশ কাটা পড়েছে সব ক্রিকেটারের।

সংবাদ বিজ্ঞপ্তিতে আইসিসি জানায়, রোববার হারারেতে দ্বিতীয় ওয়ানডেতে নির্ধারিত সময়ের চেয়ে ২ ওভার কম বল করে বাংলাদেশ। তাতে নিয়ম অনুযায়ী শাস্তি পেতে হচ্ছে।

মন্থর ওভাররেটের কারণে কড়া নিয়ম আছে আইসিসির। প্রতি ওভারের জন্য ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা করার বিধান আছে।

ম্যাচ শেষে বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের কাছে সাজা মেনে নেন। এই কারণে আর শুনানি হয়নি।

আগে ব্যাট করে বাংলাদেশের করা ২৯০ রান ১৫ বল আগে টপকে ৫ উইকেটে জিতে যায় জিম্বাবুয়ে। প্রথম ওয়ানডেতেও বাংলাদেশের ৩০৩ রান পেরিয়ে ৫ উইকেটে জিতেছিল তারা। দুই ম্যাচেই সেঞ্চুরি করেন সিকান্দার রাজা। প্রথম ম্যাচে সেঞ্চুরি করেন ইনোসেন্ট কাইয়া, দ্বিতীয় ম্যাচে শতকের দেখা পান রেজিস চাকাভা। তাদের সৌজন্যে  ২০১৩ সালের পর বাংলাদেশকে ওয়ানডে সিরিজ হারাতে পারে স্বাগতিকরা।

বুধবার তৃতীয় ও শেষ ম্যাচে বাংলাদেশের হোয়াইটওয়াশের বিব্রতকর পরিস্থিতি এড়ানোর লড়াই।

Comments

The Daily Star  | English

Parties agree on chief justice appointment, limiting emergency powers

Manifesto provision allows top-two judge choice; cabinet to approve emergency declaration

36m ago