ভাষার মাসের প্রতি শ্রদ্ধা জানাতে বিপিএলে বিশেষ উদ্যোগ

Shakib Al Hasan
শুক্রবার বিপিএলে খেলা আছে সাকিব আল হাসানের ফরচুন বরিশালের। বৃহস্পতিবার মিরপুরে অনুশীলনের ফাঁকে বিশ্রামে সাকিব। ছবি: ফিরোজ আহমেদ

একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবসের আগেই শেষ হয়ে যাবে বিপিএল। তবে ফেব্রুয়ারি যেহেতু ভাষার মাস, সে কারণে বাংলা ভাষার প্রতি শ্রদ্ধা জানাতে নেওয়া হয়েছে বিশেষ উদ্যোগ।

শুক্রবার (১০ ফেব্রুয়ারি) লিগ পর্বের শেষ দিনে বিভিন্ন আয়োজনে থাকছে বাংলা ভাষার ব্যবহার। বৃহস্পতিবার সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়ে নিজেদের আয়োজনের বিস্তারিত তুলে ধরেছে বিসিবি।

১০ ফেব্রুয়ারির ম্যাচে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও ভাষার মাসের প্রতি শ্রদ্ধা জানাতে গৃহীত বিশেষ কার্যক্রম:

১) সকল ধারাভাষ্যকার ও উপস্থাপক বাংলা বর্ণমালা সম্বলিত বিশেষ পোশাক পরবেন।

২) ধারাভাষ্যকারগণ আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের ইতিহাস ও গুরুত্ব নিয়ে খেলা চলাকালীন আলোচনা করবেন। ( ইংরেজি ও বাংলায়)

৩) বাংলাদেশি ধারাভাষ্যকারগণ বাংলাতে ধারাভাষ্য দিবেন এবং বিদেশী ধারাভাষ্যকারেরাও তাদের  ধারাভাষ্যর সময় কিছু বাংলা শব্দ ব্যবহার করবেন।

৪) খেলা শুরুর আগে খেলোয়াড়দের সাক্ষাৎকার নেয়া হবে বাংলায়।

৫) ম্যাচ-পরবর্তী উপস্থাপনা ও সাক্ষাৎকার নেয়া হবে বাংলাতে  (প্রয়োজন ভেদে ইংরেজিতে - শুধু মাত্র বিদেশী খেলোয়াড়দের জন্য যদি তাদের কেউ ম্যাচের সেরা খেলোয়াড় হিসেবে নির্বাচিত হন)।

৬)  সকল দলের প্রতিটি খেলোয়াড়, খেলা পরিচালনাকারী কর্মকর্তা, ধারাভাষ্যকার ও উপস্থাপক বাংলা বর্ণমালা সম্বলিত বিশেষ বাহু বন্ধনী পরবেন।

৭) মাঠে থাকা এলইডি বড় পর্দায় ভাষার মাসের কিছু উক্তি প্রদর্শিত হবে।

Comments

The Daily Star  | English

Barishal University VC, pro-VC, treasurer removed

RU Prof Mohammad Toufiq Alam appointed interim VC

1h ago