ব্রাজিলকে ভয় পাচ্ছে না কোস্টারিকা

শক্তিশালী প্রতিপক্ষ ব্রাজিলের বিপক্ষে নামার আগে বেশ আত্মবিশ্বাসী কোস্টারিকা দল। দলটির কোচ গুস্তাবো আলফারো বলছেন, ব্রাজিল কঠিন প্রতিপক্ষ হলেও তাদের একদম ভয় পাওয়ার কিছু নেই বলে জানান তিনি।

দক্ষিণ আমেরিকান ফুটবলের শ্রেষ্ঠত্বের আসর কোপা আমেরিকায় মঙ্গলবার বাংলাদেশ সময় সকাল ৭টায় মাঠে নামছে ব্রাজিল। 'ডি' গ্রুপের ম্যাচে পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়নদের মুখোমুখি হচ্ছে কোস্টারিকা।

এই ম্যাচের আগে সংবাদ সম্মেলনে আলফারো বলেন, 'ব্রাজিলের ঐতিহ্য শ্রদ্ধা করার মতন। কিন্তু ভয় পাওয়ার কিছু নাই। আপনি যদি ভয় পান তাহলে নিজেদের মেলে ধরতে পারবেন না।'

তিনি জানান, ব্রাজিলের সঙ্গে তুমুল লড়াই করতে প্রাণপণে চেষ্টা চালাবেন তারা, 'আমাদের লড়াই করতে হবে। নিবেদন দেখাতে হবে। অনেক ছুটতে হবে। যদি ব্রাজিলের দুজন থাকে, সেখানে আমাদের অবশ্যই তিনজন থাকতে হবে।'

অনিশ্চয়তার খেলা বলেই ব্রাজিল বড় প্রতিপক্ষ হলেও আশা চওড়া আলফারোর, 'ফুটবলে আপনি খেলার আগে বলতে পারেন না জিতবেন নাকি হারবেন। বলতে পারেন নিখুঁত খেলবেন।'

সাম্প্রতিক সময়ে খারাপ দিন যাচ্ছে ব্রাজিলের। গত বিশ্বকাপ ব্যর্থতার পর তিতের বদলে ফার্নান্দো দিনিজকে দেয়া হয় দায়িত্ব। তার অধীনে বাছাইপর্বে টানা হারে দলটি। দিনিজকে সরিয়ে এখন কোচ করা হয়েছে দরিভাল জুনিয়রকে। ব্রাজিলও হারানো গৌরব ফেরানোর লক্ষ্যে এগুচ্ছে। কোস্টারিকা কোচ মনে করেন পরিষ্কার চিন্তা নিয়ে এগুচ্ছেন দরিভাল।

Comments

The Daily Star  | English
asif nazrul election statement

'We will leave in February'

'We're determined to hold the election in February,' says Asif Nazrul

3h ago