সিরিজসেরার পুরস্কার জিতে যা বললেন শান্ত

ছবি: ফিরোজ আহমেদ

লম্বা সময় ধরে সমালোচনায় থাকা নাজমুল হোসেন শান্তর ইংল্যান্ডের বিপক্ষে সদ্যসমাপ্ত সিরিজটা কেটেছে দারুণ। সীমিত ওভারের ক্রিকেটের দুই সংস্করণেই হেসেছে বাংলাদেশের এই বাঁহাতি ব্যাটারের উইলো। টি-টোয়েন্টিতে দারুণ পারফর্ম করে সিরিজসেরার পুরস্কার জেতার পর তিনি ধন্যবাদ জানিয়েছেন দলের কোচিং স্টাফ ও সতীর্থদের।

বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে নিজেদের মাটিতে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। তিন ম্যাচের সিরিজে তারা জিতেছে ৩-০ ব্যবধানে। এই অর্জনে যারা সামনে থেকে ভূমিকা রেখেছেন, তাদের মধ্যে শান্ত অন্যতম। সবশেষ বিপিএলের ধারাবাহিকতা জাতীয় দলেও টেনে নিয়েছেন তিনি। এক হাফসেঞ্চুরিসহ ১২৭.৪৩ স্ট্রাইক রেটে ১৪৪ রান এসেছে তার ব্যাট থেকে। দুই দল মিলিয়ে তিনিই সিরিজের সর্বোচ্চ রান সংগ্রাহক।

মঙ্গলবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে তৃতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশ ১৬ রানে হারিয়েছে ইংল্যান্ডকে। ব্যাট হাতে এদিন স্বাগতিকদের সেরা পারফর্মার লিটন। তিনি ৫৭ বলে ৭৩ রানের ক্যারিয়ারসেরা ইনিংস খেলেন। শান্ত অপরাজিত থাকেন ৩৬ বলে ৪৭ রানে। পরে বল হাতে লাল-সবুজ জার্সিধারীদের হয়ে নজর কাড়েন মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও অধিনায়ক সাকিব আল হাসান। তাতে ১৫৯ রানের লক্ষ্য তাড়ায় সফরকারীরা পুরো ওভার খেলে করতে পারে ১৪২ রান।

ম্যাচের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শান্তর কথায় ফুটে ওঠে ব্যক্তিগত অর্জনের চেয়ে দলীয় সাফল্যকে এগিয়ে রাখার বিষয়টি, 'সবচেয়ে ভালো ব্যাপার হলো আমরা সিরিজটি জিতেছি। বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি আমাদের কোচিং স্টাফদের ও সতীর্থ সব খেলোয়াড়কে যারা আমাকে সিরিজজুড়ে সহায়তা করেছে।'

গত কয়েক বছরের পরিসংখ্যান বিবেচনায় নিলে, এবার গোটা সিরিজে তারুণ্যনির্ভর বাংলাদেশের ক্যাচিং ও গ্রাউন্ড ফিল্ডিং ছিল দারুণ। চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম টি-টোয়েন্টিতে শান্ত ধরেছিলেন তিনটি ক্যাচ। দলের ফিল্ডিংয়ের উন্নতি নিয়ে তার ভাষ্য, 'এটা দলের জন্য খুব গুরুত্বপূর্ণ। যদি ফিল্ডিং ভালো হয়, তাহলে বোলারদের জন্য সুবিধা হয়। আমাদের এই ক্ষেত্রে আরও উন্নতি করা দরকার।'

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আগামী ১৮ মার্চ থেকে ওয়ানডে সিরিজ দিয়ে শুরু হবে বাংলাদেশ-আয়ারল্যান্ডের পূর্ণাঙ্গ সিরিজ। ব্যাট হাতে ধারাবাহিকতা বজায় রাখার প্রশ্নে শান্ত ফের তুলে ধরেন দলীয় লক্ষ্য, 'সামনে আরেকটি বড় সিরিজ আছে। আশা করি, আমাদের পারফরম্যান্সের ধারাবাহিকতা আমরা বজায় রাখতে পারব।'

Comments

The Daily Star  | English

Govt decides to ban AL until completion of ICT trial

Law Adviser Prof Asif Nazrul said this at a press briefing after a special meeting of the advisory council tonight

55m ago