প্রস্তুতি ম্যাচ থেকে যা নিতে চায় বাংলাদেশ

চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নিতে যাওয়া ৮ দলের মধ্যে প্রস্তুতিতে পিছিয়ে বাংলাদেশ ও আফগানিস্তান। এই দুই দলই গত মাস দুয়েক ধরে খেলেনি কোন ওয়ানডে। মূল আসরে নামার আগে তাই প্রস্তুতি ম্যাচ তাই খুবই গুরুত্বপূর্ণ।
সোমবার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তান শাহিনসের বিপক্ষে নামবে বাংলাদেশ। সেই ম্যাচটি দলের অবস্থা সম্পর্কে দিবে একটা স্পষ্ট ধারণা।
দুবাই পৌঁছে একদিন বিশ্রাম নেওয়ার পর রোববারই অনুশীলন করেছে দল। সেই অনুশীলন শেষ করে দলের হয়ে কথা বলেন পেসার তানজিম হাসান সাকিব। তিনি জানান তাদের লক্ষ্যের কথা, 'প্রস্তুতি ম্যাচটা থেকে আমরা মূল ম্যাচের প্রস্তুতি নিয়ে নেব। চেষ্টা থাকবে উইকেট সম্পর্কে যত বেশি সম্ভব তথ্য নেওয়া যায়। কোন ধরনের বল এখানে ভালো কাজ করে, কোন লেংথে করলে ব্যাটসম্যানদের কষ্ট হয় সেটা বোঝার চেষ্টা করব।'
বাংলাদেশ সর্বশেষ ওয়ানডে খেলেছে ১২ ডিসেম্বর। এরপর ক্রিকেটাররা ব্যস্ত ছিলেন ফ্র্যাঞ্চাইজি লিগ বিপিএলে। সংস্করণ ভিন্ন হলেও খেলার ভেতর ছিলেন তারা। ওয়ানডেতে সুইচ অন করার আগে প্রস্তুতি নিয়ে নিজেদের মানিয়ে নিচ্ছে দল।
রোববার দুবাইতে আইসিসি একাডেমি মাঠে অনুশীলন করে নাজমুল হোসেন শান্তর দল। তানজিম জানান সেই সেশন ছিলো খুবই কার্যকর, 'প্রথম অনুশীলন সেশন খুব ভালো গিয়েছে। জিম করলাম, পরে নেট সেশন ভালো কেটেছে। ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং- সব বিভাগই অনুশীলন করেছি। খুব ভালো লাগছে। কেমন অনুভূত হচ্ছে, এটাই গুরুত্বপূর্ণ। সব মিলিয়ে আজকের অনুশীলনের পর অনুভূতি খুব ভালো।'
২০ ফেব্রুয়ারি দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফি। গ্রুপের বাকি দুই ম্যাচ খেলতে এরপর পাকিস্তানের রাওয়ালপিন্ডি যাবে বাংলাদেশ দল।
Comments