চ্যাম্পিয়ন্স ট্রফি

অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচের একাদশ আগেই জানিয়ে দিল ইংল্যান্ড

ছবি: এএফপি

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ইংল্যান্ড মাঠে নামবে আগামীকাল শনিবার। চিরপ্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়াইয়ের বেশ আগেভাগেই একাদশ জানিয়ে দিয়েছে ইংলিশরা। দীর্ঘদিন তিনে ব্যাট করা জো রুটকে চারে নামানোর সিদ্ধান্ত নিয়েছে জস বাটলারের দল।

লাহোরে অনুষ্ঠেয় ম্যাচে রুটের জায়গায় ব্যাটিংয়ের সুযোগ পাবেন জেমি স্মিথ। পাশাপাশি উইকেটরক্ষকের দায়িত্বও ২৪ বছর বয়সী এই খেলোয়াড়কে দেওয়া হয়েছে। সাত ম্যাচের ছোট্ট ওয়ানডে ক্যারিয়ারে এখনও পাঁচের ওপরে ব্যাটিংয়ের সুযোগ আসেনি তার। ভারতের মাটিতে ইংল্যান্ডের সবশেষ ওয়ানডে সিরিজ চোটে পড়ে খেলতে পারেননি ডানহাতি এই ব্যাটার।

চোটের কারণে ভারতের বিপক্ষে শেষ দুই ওয়ানডেতে খেলা হয়নি ব্রাইডন কার্সের। ডানহাতি এই পেসার ফিরেছেন একাদশে। বোলিং আক্রমণে তার পাশাপাশি দুই গতিশীল পেসার জোফরা আর্চার ও মার্ক উডের সঙ্গে রয়েছেন লেগ স্পিনার আদিল রশিদ।

ব্যাটিংয়ে শক্তি বাড়িয়ে লাইনআপ সাজিয়েছে ইংল্যান্ড। পঞ্চম বোলারের কোটা পূরণ করার জন্য তারা ভরসা রাখছে লিয়াম লিভিংস্টোন ও রুটের উপর। অভিজ্ঞ ব্যাটার রুটকে চারে নিয়ে আসায় শক্তি বেড়েছে মিডল অর্ডারে। যেখানে ইংল্যান্ডের এই কিংবদন্তি সঙ্গী হিসেবে পাবেন হ্যারি ব্রুক, অধিনায়ক বাটলার ও লিভিংস্টোনকে। 

চোটে জর্জরিত খর্বশক্তির অস্ট্রেলিয়া দলের বিপক্ষে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে খেলবে ইংল্যান্ড। চলমান চ্যাম্পিয়ন্স ট্রফিতে অধিনায়ক প্যাট কামিন্স, জশ হ্যাজলউড ও মিচেল মার্শকে চোটের কারণে পাচ্ছে না অজিরা। ব্যক্তিগত কারণ দেখিয়ে আসরটি থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন মিচেল স্টার্ক। ওয়ানডে থেকে অবসরে চলে যাওয়ায় নেই মার্কাস স্টয়নিস।

অস্ট্রেলিয়ার বিপক্ষে ইংল্যান্ডের একাদশ: ফিল সল্ট, বেন ডাকেট, জেমি স্মিথ (উইকেটরক্ষক), জো রুট, হ্যারি ব্রুক, জস বাটলার, লিয়াম লিভিংস্টোন, ব্রাইডন কার্স, জোফরা আর্চার, আদিল রশিদ, মার্ক উড।

Comments

The Daily Star  | English

Hasnat calls for mass rally at Jamuna after Juma prayers demanding AL ban

The announcement came during an ongoing protest programme that began last night in front of Jamuna.

34m ago