চ্যাম্পিয়ন্স ট্রফি

মুশফিক-মাহমুদউল্লাহ এখনো অবসর না নেওয়ায় অবাক কার্তিক

dinesh karthik and Mahmudullah-Mushfiq

চলমান চ্যাম্পিয়ন্স ট্রফিতে লড়াইবিহীন দুই হারে বাংলাদেশের বিদায় নিশ্চিত হয়ে গেছে। আরেকটি হতাশাজনক আইসিসি টুর্নামেন্ট শেষে প্রশ্ন উঠছে দলের সবচেয়ে অভিজ্ঞ দুই খেলোয়াড়কে নিয়ে। মাহমুদউল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিমের অবসর নেওয়ার সময় আগেই হয়েছে বলে মনে করেন দীনেশ কার্তিক। বরং ২০২৩ বিশ্বকাপের পর তাদের খেলা চালিয়ে যাওয়া দেখে অবাক হয়েছেন ভারতীয় সাবেক এই ক্রিকেটার।

২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতে মুশফিকের কাছ থেকে দুই ম্যাচ মিলে ২ রান পেয়েছে বাংলাদেশ। এক ম্যাচ খেলে ৪ রান করে আউট হয়েছেন মাহমুদউল্লাহ। ক্রিকবাজের অনুষ্ঠানে আলাপকালে তাদেরকে নিয়ে কার্তিক বলেন, 'বাংলাদেশের ক্রিকেটের ভালোর জন্য আমি বলবো হ্যাঁ, অবসর নেওয়া উচিত। তরুণদের খেলোয়াড় হিসেবে বেড়ে উঠার সুযোগ দিতে হবে। দুই বছরের মধ্যে দুটি ওয়ানডে টুর্নামেন্টে আপনি যদি দুই অথবা তিন ম্যাচ জিততে না পারেন, আপনাকে সত্যিই নতুন মুখের দিকে তাকাতে হবে। তখনই আপনি দল হিসেবে উন্নতি করবেন। একই খেলোয়াড়দের যদি ধরে রাখেন, আপনি হয়তো ঘুরেফিরে একই ফল পাবেন।'

এদেশে প্রতিভার যোগান যথেষ্ট রয়েছে বলে মনে করেন বর্তমানে ধারাভাষ্যকার হিসেবে কাজ করা কার্তিক, 'মানসম্মত প্রতিভা রয়েছে। বারবার পরিবর্তন আনলে চলবে না, সময় দিতে হবে। তানজিদের মাঝের ওভারে জ্বলে উঠার পথ খুঁজে বের করা প্রয়োজন। তাওহিদ ভালো খেলোয়াড়। জাকের আলী মানসম্মত একজন। আন্তর্জাতিক মঞ্চের যোগ্য তারা, এটি অনুভব করাতে হবে তাদের। বোর্ডের পক্ষ থেকে সমর্থন দিয়ে যেতে হবে। সেটা খুব গুরুত্বপূর্ণ।'

মুশফিক-মাহমুদউল্লাহকে নিয়ে তিনি আরও বলেন, 'ব্যক্তিগতভাবে আমি ভেবেছিলাম, ২০২৩ বিশ্বকাপ শেষ হওয়ার পর মাহমুদউল্লাহ ও মুশফিক তাদের ক্যারিয়ারের ইতি টানবেন। কিন্তু তারা আরও খেলার সিদ্ধান্ত নিয়েছিলেন। আমি জানিনা আর কতদিন তারা খেলা চালিয়ে যেতে পারবেন। (খেললে) আমি খুব অবাক হব। কিন্তু তারা আমাকে অনেক অবাক করে। হয়তো তারা আরেকটু খেলবে। তবে আমি মনে করি, কোনো না কোনো সময় তাদের তরুণদের জন্য পথ খুলে দিতে হবে।''

মুশফিক ও মাহমুদউল্লাহ- টি-টোয়েন্টি থেকে দুজনেই অবসর নিয়ে ফেলেছেন। সাদা পোষাকে অভিজ্ঞ উইকেটরক্ষক মুশফিক এখনো খেলে যাচ্ছেন। তবে এই সংস্করণে মাহমুদউল্লাহ বিদায় নিয়ে ফেলেছেন।

অফিসিয়াল বয়স অনুযায়ী ৩৭ পেরিয়েছেন মুশফিক, ৩৯ পেরিয়েছেন মাহমুদউল্লাহ।  চলতি চ্যাম্পিয়ন্স ট্রফির পর বৈশ্বিক ওয়ানডে আসর আর ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ। ততদিন পর্যন্ত খেলা চালিয়ে যাওয়ার বাস্তবতা খুব কঠিন অভিজ্ঞ এই দুই ক্রিকেটার। কাজেই  এখনই কেন আগামীর কথা চিন্তা করা হবে না এই আলোচনা জোরালো হচ্ছে দেশের ক্রিকেটে।

Comments

The Daily Star  | English

Trump's new tariffs take effect, with 104% on Chinese goods

China -- Washington's top economic rival but also a major trading partner -- is the hardest hit

28m ago