চ্যাম্পিয়ন্স ট্রফির এক আসর এত ছক্কা দেখেনি আগে

ছবি: এএফপি

চলমান চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২৬৫ রান তাড়ায় নামা ভারতের প্রয়োজন তখন ২০ বলে ২৪ রান। ভারতীয় দর্শকদের মনে যা আতঙ্ক খেলা করছিল, পরবর্তী দুই বলে টানা দুই ছক্কা হাঁকিয়ে সব উড়িয়ে দেন হার্দিক পান্ডিয়া। এর মাধ্যমে একটি রেকর্ডও ভেঙে দেয় চ্যাম্পিয়ন্স ট্রফির ২০২৫ সালের আসর। আইসিসির এই ইভেন্টের কোন আসরে সবচেয়ে বেশি ছক্কা হয়েছে এবারই।

২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে ১৫ ম্যাচে ব্যাটাররা ছক্কা মেরেছিলেন ১১৩টি। এটিকে ছাড়িয়ে যেতে হলে, চলতি আসরের প্রথম সেমিফাইনালের দ্বিতীয় ইনিংসে দরকার ছিল ছয়টি ছক্কার। গতকাল মঙ্গলবার দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে জয়ের পথে অজিদের বিপক্ষে ভারত মেরেছে সাতটি ছক্কা। তাই দুটি ম্যাচ বাকি থাকতেই ১১৫টি ছক্কা নিয়ে নতুন রেকর্ড গড়ে ফেলেছে এবারের আসর। সবশেষ দুই আসর বাদে আর কোন চ্যাম্পিয়ন্স ট্রফিতে একশর বেশি ছক্কা দেখতে পাননি ভক্ত-সমর্থকরা।

দক্ষিণ আফ্রিকায় আয়োজিত ২০০৯ চ্যাম্পিয়ন্স ট্রফিতে ছক্কার সংখ্যা পৌঁছেছিল ৯২টি পর্যন্ত। এরপর সমান ১৫ ম্যাচের আসর ২০১৩ সালে বসেছিল ইংল্যান্ডের মাটিতে। কিন্তু সেবার ছক্কা এসেছিল মাত্র ৬৮টি।

কেনিয়ায় ২০০০ সালের আসরে খেলা হয়েছিল মোটে ১০ ম্যাচ। সেই টুর্নামেন্টেও ছক্কা হয়েছিল ৫৮টি। এর চেয়ে একটি কম ছয়ের মার দেখা গিয়েছিল ২০০৪ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে। ইংল্যান্ডে আয়োজিত আসরে যদিও ম্যাচ মাঠে গড়িয়েছিল ১৫টি। সবচেয়ে বেশি ম্যাচের চ্যাম্পিয়ন্স ট্রফি হয়েছিল ২০০৬ সালে। ভারতে অনুষ্ঠিত ২১ ম্যাচের ওই আইসিসি ইভেন্টে ছক্কা ছিল ৫৪টি।

১৯৯৮ সালে প্রথম চ্যাম্পিয়ন্স ট্রফি অনুষ্ঠিত হয়। তখনকার ক্রিকেট আর এখনকার ক্রিকেটের বিস্তর ফারাক। হরহামেশা ছক্কা সেসময় দেখা যেত না। বাংলাদেশে হওয়া আট ম্যাচে যদিও ছক্কার সংখ্যা পৌঁছেছিল ৪২টি পর্যন্ত। শ্রীলঙ্কায় বসা ২০০২ সালের পরের আসরে এর দ্বিগুণ ম্যাচ হওয়া সত্ত্বেও ছক্কার সংখ্যা আটকে গিয়েছিল ৪৮টিতে।

২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতে এখনও কোনো ব্যাটারের ব্যক্তিগত ছক্কার সংখ্যা দুই অঙ্কে যায়নি। সর্বোচ্চ আটটি ছয়ের মার এসেছে আজমতউল্লাহ ওমরজাইয়ের ব্যাটে। সাতটি ছক্কা নিয়ে দুইয়ে অবস্থান তার সতীর্থ ইব্রাহিম জাদরানের। এবার একমাত্র দুজনের দল আফগানিস্তানই বিশটির বেশি (২৩টি) ছক্কা মেরেছে। ছয়টি করে ছক্কা হাঁকিয়ে অস্ট্রেলিয়ার জশ ইংলিস ও নিউজিল্যান্ডের গ্লেন ফিলিপস যৌথভাবে আছেন তিন নম্বরে।

ছক্কা হাঁকানোর তালিকায় সবার নিচে থাকা নামটি বাংলাদেশের। নয়টি ছক্কা নিয়ে টাইগারদের পাশে রয়েছে দক্ষিণ আফ্রিকা। গ্রুপ পর্বে দুই দলের একটি করে ম্যাচ অবশ্য ভেসে গেছে বৃষ্টিতে। তবে আজ বুধবার লাহোরে নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় সেমিফাইনালে ছক্কার পরিসংখ্যান সমৃদ্ধ করার সুযোগ রয়েছে প্রোটিয়াদের।

Comments

The Daily Star  | English

Soybean oil prices hiked by Tk 14 per litre

Branded bottled soybean oil will be Tk 189 a litre and non-branded loose Tk 169

2h ago