বাংলাদেশের বিপক্ষে কঠিন ম্যাচ হতে যাচ্ছে: জার্গেনসন
কাজের সুবাদে বাংলাদেশ দলের সব খেলোয়াড়কেই চেনা শেন জার্গেসনসনের। জানা আছে কার কি দক্ষতা, কার কেমন দুর্বলতা। নিউজিল্যান্ডের সহকারি কোচ হওয়ায় বিশ্বকাপের ম্যাচে এই অভিজ্ঞতা নিশ্চিতভাবে তার জন্য সুবিধার। তবে সেই প্রশ্নে মুচকি হেসে ভিন্ন দিকে সরে যেতে চাইলেন তিনি। পরে বুঝিয়ে দিলেন এবার বিশ্বকাপে দুর্দান্ত ছন্দে থাকলেও চেন্নাইর মাঠ বলেই বাংলাদেশের বিপক্ষে পরীক্ষাটা তাদের জন্য সহজ হবে না।
চিদাম্বরম স্টেডিয়ামে বুধবার সন্ধ্যায় অনুশীলন ছিল নিউজিল্যান্ডের। এই অনুশীলনে মূল আগ্রহের কেন্দ্রে ছিলেন কেইন উইলিয়ামসন। নিউজিল্যান্ডের নিয়মিত অধিনায়ক চোট কাটিয়ে এদিনই ফিরলেন ব্যাটিং অনুশীলনে।
টানা ৪০ মিনিট পুরো ছন্দে ব্যাট করেছেন উইলিয়ামসন, তার আগে ফিল্ডিং অনুশীলন করেন এই তারকা। সেই অনুশীলন তদারকি করে কয়েকটি গণমাধ্যমের অনুরোধে কথা বলতে আসেন জার্গেনসন। জানান বৃহস্পতিবার পরিস্থিতি দেখে উইলিয়ামসনের খেলার সিদ্ধান্ত নেবেন তারা।
চেন্নাইর চিপক স্টেডিয়ামে ঐতিহাসিকভাবেই স্পিনারদের সুবিধা দিয়ে এসেছে। এবার বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের জয়ে বড় ভূমিকা রাখেন রবীন্দ্র জাদেজা।
শুক্রবার সাকিব আল হাসানও নিউজিল্যান্ডের বিপক্ষে এমন ভূমিকায় অবতীর্ণ হতে পারেন। সাকিবদের বিপক্ষে নামার আগে তাই এই সমীকরণ মাথায় রাখতে হচ্ছে নিউজিল্যান্ডকে। ইংল্যান্ডের কাছে বড় ব্যবধানে হারলেও বাংলাদেশের সাবেক এই কোচ সাকিব আল হাসানদের সামনে কঠিন পরীক্ষাই দেখছেন, 'বাংলাদেশ বৈশ্বিক টুর্নামেন্টের ম্যাচগুলোতে নিজেদেরকে বেশ ভালোভাবে প্রমাণ করেছে। আমরা দলগতভাবে তাদেরকে বেশ সম্মান করি। পূর্বে ঘরের মাঠে এবং নিউজিল্যান্ডে তারা আমাদের বিপক্ষে ভালো করেছে। কোনো সন্দেহ নেই এই ম্যাচটাও কঠিন ম্যাচ হতে যাচ্ছে। কারণ বৈশ্বিক টুর্নামেন্টে প্রত্যেক খেলোয়াড়ের মনোযোগ এবং ভালো করার তাড়না বেড়ে যায়। এটা বিশ্বকাপের একটি চরিত্র। বলার অপেক্ষা নেই কঠিন ম্যাচ হবে।'
জার্গেনসনের দেখা মতে চেন্নাইতে স্পিনারদের পাশাপাশি পেসাররাও ভালো করেছেন। এই ম্যাচেও দুই ধরণের বোলাররাই ভূমিকা রাখতে পারেন। বাংলাদেশের পেসারদের নিয়েও তার চিন্তা কম নয়, 'স্পিনারদের পাশাপাশি বাংলাদেশের পেসাররা এখন বোলিং আক্রমণে যেভাবে ভূমিকা রাখছে সেটা দারুণ। গভীরভাবে তাদের শেষ কয়েক বছর নজরে রেখে কথাটা বলছি।'
Comments