অনিয়মের অভিযোগ তুলে বরগুনায় উপজেলা যুবদল নেতার জামায়াতে যোগদান

বরগুনার আমতলী উপজেলায় যুবদল নেতা আবু বকর সিদ্দিক জসিম জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন।
আজ শুক্রবার দুপুরে বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজ সড়কে উপজেলা জামায়াতের ইসলামীর কার্যালয়ে ফরম পূরণ করে অনুষ্ঠানিকভাবে জসিম দলটিতে যোগ দেন।
এ সময় বরগুনা জেলা জামায়াতের প্রচার ও মিডিয়া সম্পাদক মো. আবদুল মালেক, আমতলী উপজেলা জামায়াতের নায়েবে আমির ইলিয়াস হোসাইন, সচিব মো. মোফাজ্জল হোসেন, জামায়াত নেতা কবির হোসেন, মাহবুবুর রহমান মঈন পহলান, মো. আবুল হাসান মৃধা ও আবদুল খালেক উপস্থিত ছিলেন।
এর আগে তিনি আমতলী উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক, বরগুনা জেলা কৃষক দলের সহসভাপতি ও উপজেলা কৃষক দলের আহ্বায়কের পদ ছেড়ে দেন।
জসিম জানিয়েছেন, দলের কিছু জ্যেষ্ঠ নেতাদের অনৈতিক কর্মকাণ্ডে তিনি ক্ষুব্ধ হয়েছিলেন। দলের হাই কমান্ডে অভিযোগ দিয়েও প্রতিকার না পাওয়ায় তিনি পদত্যাগ করেছেন।
'২০ বছর যুবদল-কৃষক দলের রাজনীতিতে যুক্ত ছিলাম। দলের মধ্যে নিয়ম-শৃঙ্খলা নেই। দলের জ্যেষ্ঠ "দানবীয় শক্তির" কাছে উপজেলা বিএনপির ত্যাগী নেতারা জিম্মি। সত্য ও সততার ভিত্তিতে রাজনীতির জায়গা বিএনপিতে নেই,' দ্য ডেইলি স্টারকে বলেন জসিম।
তিনি আরও বলেন, 'জামায়াতে ইসলামী দলের আদর্শ ও কর্মকাণ্ড আমাকে আকৃষ্ট করেছে। তাই আমি জামায়াতে যোগ দিয়েছি।'
বিএনপিতে "দানবীয় শক্তি" কারা জানতে চাইলে জসিম নাম প্রকাশ করতে অপারগতা প্রকাশ করেন।
যোগাযোগ করা হলে আমতলী উপজেলা যুবদল আহ্বায়ক কবির উদ্দিন বলেন, 'বিএনপি একটি বৃহৎ রাজনৈতিক দল। কেউ এ দলকে ভালোবেসে যোগদান করবে, আবার কেউ সুফল ভোগ করতে না পেরে চলে যাবে। তাতে বিএনপির কিছুই আসে যায় না।'
তার দাবি, 'উপজেলা বিএনপিতে দানবীয় শক্তি বলতে কিছু নেই। এটা তার মনগড়া কথা।'
Comments