মুম্বাই থেকে

‘পয়েন্ট টেবিল দেখলে মনে হবে না খুব বাজে অবস্থায় আছি’

ম্যাথিউসকে টাইমড আউট করার বুদ্ধি সাকিবকে দিয়েছিলেন অন্য একজন

প্রথম চার ম্যাচে তিন হার, তিনটাই আবার বড় ব্যবধানে। বিশ্বকাপে বাংলাদেশকে দলকে বাজি ধরা মুশকিল। তবে সাকিব আল হাসান ভাবছেন ভিন্ন। অন্যরা খারাপ করায় বরং ভালো সুযোগ দেখছেন তিনি।

এই বিশ্বকাপে বাংলাদেশ এসেছে সেমিফাইনালের স্বপ্ন নিয়ে। সেই স্বপ্ন এখনো ভেঙে না গেলেও অর্জন করা বেশ কঠিন বাস্তবতা। বাকি থাকা পাঁচ ম্যাচের অন্তত চারটি জেতার বিকল্প নেই।

সোমবার পাকিস্তান-আফগানিস্তান ম্যাচের আগ পর্যন্ত বাংলাদেশের অবস্থান পয়েন্ট টেবিলের ছয়ে। আর দুই ধাপ  এগুলেই তো দৌড়ে আসা যাবে। সমস্যা হচ্ছে ছয়ে আছে বাংলাদেশ রানরেটের হিসাবে। যা যেকোনো মুহূর্তে বদলে যেতে পারে।

সেমির আশা নিয়ে দক্ষিণ আফ্রিকা ম্যাচের আগে প্রশ্ন করা হলে বাংলাদেশ অধিনায়ক ইংল্যান্ড, শ্রীলঙ্কার দিকে ইঙ্গিত করে দেন উত্তর,  '৫ ম্যাচ বাকি আছে। যদি এখানে জিততে পারি তাহলে ভালো মোমেন্টাম আসবে। যদিও আমরা খুব বেশি ম্যাচ জিতিনি। পয়েন্ট টেবিল দেখলে মনে হবে না আমরা খুব বেশি বাজে অবস্থায় আছি সত্যি কথা (হাসি)। অন্যান্য দল আমাদের সাহায্য করছে। এখন আমাদের দায়িত্ব আমাদের নিজেদের সাহায্য করা।' 

ভারতের মাঠগুলোতে প্রতি ম্যাচেই হচ্ছে রান বন্যা। তবে এসব উইকেটে ব্যাটারদের চেয়ে বোলারদের দায়িত্বই বেশি দেখেন সাকিব, 'এমন একটা জায়গায় খেলা হচ্ছে যেখানে বোলাররা ভালো না করলে জেতার সম্ভাবনা খুব কম। এমন জায়গা যেখানে বোলাররাই জেতাতে পারে ম্যাচ অনেক সময়। এখানে সেটাই হয়ে থাকে। শেষ ম্যাচে অনেক রান হয়েছে আগে, পরে বোলাররা ভালো করেছে। অবশ্যই আমাদের অনেক ভালো ক্রিকেট খেলতে হবে। দক্ষিণ আফ্রিকা ৪ ম্যাচের মধ্যে ৩ ম্যাচ জিতেছে। ওরা অনেক ভালো অবস্থায় আছে। এর মানে এটাই না যে আমাদের সব শেষ।'

Comments

The Daily Star  | English

‘People's will, not mine’

Yunus tells Malaysia's Bernama why he stepped into Bangladesh's political hot seat

10h ago