আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০২৩

‘দোয়া করেন যেন টসটা জিতি’

এবার বিশ্বকাপে উড়ন্ত পারফর্ম করা দক্ষিণ আফ্রিকা তাদের তিন জয়ের সবগুলোই পেয়েছে আগে ব্যাট করে। যে এক ম্যাচে পরে ব্যাট করতে হয়েছে সেটিতে তারা হেরেছে নেদারল্যান্ডসের বিপক্ষে।

মুম্বাই থেকে

‘দোয়া করেন যেন টসটা জিতি’

Shakib Al Hasan
ছবি: একুশ তাপাদার

টস জিতলেই ম্যাচ জেতা হয়ে যাবে না কিন্তু খেলা শুরুর আগে অনেকটাই এগিয়ে যাওয়া যাবে এ কথা নিশ্চিত। মাঠ, কন্ডিশনের সঙ্গে প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকার শক্তি-দুর্বলতা বিবেচনাতেও টসটা আজ ভীষণ গুরুত্বপূর্ণ বাংলাদেশের।

এবার বিশ্বকাপে উড়ন্ত পারফর্ম করা দক্ষিণ আফ্রিকা তাদের তিন জয়ের সবগুলোই পেয়েছে আগে ব্যাট করে। যে এক ম্যাচে পরে ব্যাট করতে হয়েছে সেটিতে তারা হেরেছে নেদারল্যান্ডসের বিপক্ষে।

প্রোটিয়াদের রান তাড়ার দুর্বলতা পুরনো। বিশ্বকাপের আগেও রান তাড়ায় দলটির পরিসংখ্যান নাজুক। রান তাড়ার চাপে বরাবরই কাবু হয়ে যাওয়া দক্ষিণ আফ্রিকানদের বিপক্ষে আগে ব্যাট করার তাই বিকল্প নেই।

আরেকটা কারণেও বাংলাদেশের আগে ব্যাট করা জরুরি। অক্টোবরের শেষ সপ্তাহেও মুম্বাইতে তীব্র গরম। আরব সাগর পাড়ের আর্দ্রতায় পানিশূন্যতা তৈরি হয় প্রায়ই। এমন অস্বস্তিতে দিনের বেলা ৫০ ওভার ফিল্ডিং করে পরে রান তাড়া করা বেশ কঠিন কাজ।

আগের দিন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসানকে এসব সমীকরণ মনে করিয়ে দিতেই টস জেতার আকুতি জানালেন তিনি, 'দোয়া করেন যেন কালকে (আজ) টসটা জিতি (হাসি)।'

এরপরই সাকিব চলে গেলেন বাস্তবতায়। মুম্বাইতে দক্ষিণ আফ্রিকাকে বেধে রাখতে বোলারদের নিতে হবে বড় ভূমিকা। বাংলাদেশের বোলিং শক্তির অনেকটা নির্ভর করে আবার স্পিনারদের উপর। কিন্তু ছোট মাঠে স্পিন এতটা কার্যকর হয় না। সব হিসেব মাথায় রেখেই তাই এগুতে হচ্ছে বাংলাদেশকে,  'স্পিনাররা প্রভাব ফেলতে পারত যদি এই মাঠটা না হত। এই মাঠের কারণেই হয়ত স্পিনাররা অত বেশি প্রভাব নাও ফেলতে পারে। অন্য জায়গায় হয়ত প্রভাব পড়ত। এখানে মাঠ ছোট, হাইস্কোরিং ম্যাচ হয়। আমরা সেভাবে প্ল্যান করছি। নেদারল্যান্ডস তাদের অল্প রানে আটকে ফেলেছে। ওইখান থেকে অনেক কিছু নেওয়ার চেষ্টা করব।'

কন্ডিশনের অবস্থা, প্রতিপক্ষের শক্তি-দুর্বলতা সব জেনে পরিকল্পনা করবে বাংলাদেশ। কিন্তু সেই পরিকল্পনা বাস্তবায়নের চ্যালেঞ্জ দেখছেন সাকিব, 'শেষ এক-দেড় বছরের পারফরম্যান্স নিয়ে প্ল্যান করা হবে। প্ল্যান তো থাকেই কিন্তু সফল হয় না। আশা করছি কালকে আমাদের ভালো দিন যাবে এবং প্ল্যান সফল হবে।'

Comments

The Daily Star  | English
problems faced by Bangladeshi passport holders

The sorry state of our green passports

Bangladeshi passports are ranked among the weakest in the world.

8h ago