আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০২৩

পাকিস্তানের ড্রেসিং রুমে কোনো সমস্যা নেই, দাবি ফখরের

অথচ পাকিস্তানের ড্রেসিং রুমের ঝামেলা নিয়ে প্রতিদিনই নিত্যনতুন গুঞ্জন উঠে আসছে।

পাকিস্তানের ড্রেসিং রুমে কোনো সমস্যা নেই, দাবি ফখরের

পাকিস্তানের ড্রেসিং রুমে ঝামেলা

পাকিস্তানের ড্রেসিং রুমে ঝামেলা নিয়ে অনেক কথাই উঠেছিল এশিয়া কাপের মাঝে। এমনকি খেলোয়াড়দের মধ্যে হাতাহাতি হওয়ার গুঞ্জনও চাউর ছিল। বিশ্বকাপেও পাকিস্তানের ড্রেসিং রুমের অসন্তোষের কথা ছড়িয়ে পড়েছে। তবে এমন গুঞ্জন উড়িয়ে দিয়ে নিজেদের মধ্যে কোনো সমস্যা নেই বলেই দাবি করেছেন পাকিস্তানি ওপেনার ফখর জামান।

এশিয়া কাপের মতো বিশ্বকাপেও সময়টা মোটেও ভালো যাচ্ছে না পাকিস্তানের। একের পর এক হারে সেমি-ফাইনাল খেলার আশা প্রায় শেষ দলটির। নাটকীয় কিছু না হলে প্রথম রাউন্ড থেকেই বিদায় নিতে হবে তাদের। অনেক জটিল সমীকরণে টিকে আছে আশা। যা বাস্তব দৃষ্টিতে প্রায় অসম্ভব।

দলের এমন পরিস্থিতিতে অধিনায়ক বাবর আজমকে নিয়ে অনেক গুঞ্জনই ছড়িয়েছে। অধিনায়কের সঙ্গে অনেক খেলোয়াড়ের সঙ্গে কথা বলা বন্ধ বলে সংবাদ প্রকাশ হয়েছে পাকিস্তানি গণমাধ্যমে। অনেক সাবেক খেলোয়াড়ও একই দাবি করেছেন। যে কারণে ড্রেসিং রুমে কিছু হয়নি দাবি করে একটি বিবৃতিও দিতে হয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি)। এরমধ্যে আবার বাবর আজমের হোয়াটসঅ্যাপ চ্যাটও ফাঁস হয়েছে।

এবার এ সকল গুঞ্জন মিথ্যা দাবি করে ফখর বলেছেন, 'আমাদের দলে এই রকম কিছু ঘটনা ঘটেনি। সবার সঙ্গেই সবার কথা হয়, সম্পর্কও খুবই ভালো। আমরা ঐক্যবদ্ধ ভাবে কাজ করছি। ফলে এই রকম কোনো ঘটনা ঘটেনি। আগামী তিন ম্যাচ আমরা ঐক্যবদ্ধভাবে ভালো পারফরম্যান্স করে জিততে চাই।'

সমীকরণটা জটিল হয়ে উঠলেও এখনও সেমি-ফাইনাল খেলার আশা ছাড়ছেন না এই পাকিস্তানি, 'আমাদের সামনে এখনও তিনটি ম্যাচ রয়েছে। ফলে ঘুরে দাঁড়ানোর সুযোগ রয়েছে। এই তিনটি ম্যাচ আমাদের জিততেই হবে। তাহলেই হয়তো সেমি-ফাইনালে আমরা খেলতে পারব। তবে সবকিছুই নির্ভর করবে উপরওয়ালার হাতে।'

নেদারল্যান্ডসের বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচ খেলার পর বিশ্বকাপে এবার আর ম্যাচ খেলার সুযোগ হয়নি ফখরের। চোট সমস্যাও ছিল তার। তবে এখন নিজেকে সম্পূর্ণ ফিট দাবি করে বলেন, 'এখন আর কোনও সমস্যা নেই। পুরোপুরি ফিট আমি। ফলে মাঠে নামতেও আর কোনও অসুবিধা হবে না।'

Comments

The Daily Star  | English

DU JCD leader stabbed to death on campus

Shahriar Alam Shammo, 25, was the literature and publication secretary of the Sir AF Rahman Hall unit of Jatiyatabadi Chhatra Dal

3h ago