আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০২৩

ম্যাক্সওয়েলের ইনিংস সবাই দেখেছেন, প্রেরণা নিচ্ছেন বাংলাদেশের ক্রিকেটাররা

মঙ্গলবার পুনেতে এসে বাংলাদেশ দল যখন বিশ্রাম নিচ্ছে, তখন মুম্বাইতে ঝড় তুলেছেন গ্লেন মাক্সওয়েল। অস্ট্রেলিয়ান ব্যাটারের অবিশ্বাস্য এই ইনিংস হোটেলে বসে বাংলাদেশের ক্রিকেটাররা সবাই দেখেছেন।

পুনে থেকে

ম্যাক্সওয়েলের ইনিংস সবাই দেখেছেন, প্রেরণা নিচ্ছেন বাংলাদেশের ক্রিকেটাররা

ম্যাক্সওয়েলের ইনিংস

মঙ্গলবার পুনেতে এসে বাংলাদেশ দল যখন বিশ্রাম নিচ্ছে, তখন মুম্বাইতে ঝড় তুলেছেন গ্লেন মাক্সওয়েল। অস্ট্রেলিয়ান ব্যাটারের অবিশ্বাস্য এই ইনিংস হোটেলে বসে বাংলাদেশের ক্রিকেটাররা সবাই দেখেছেন। টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন জানিয়েছেন অতিমানবীয় এই ইনিংস থেকে প্রেরণা নিবেন নাজমুল হোসেন শান্তরা।

আফগানিস্তানের বিপক্ষে ২৯২ রান তাড়ায় ৯১ রানে ৭ উইকেট পড়ে যায় অস্ট্রেলিয়ায়। প্রায় নিশ্চিত বড় হারের সামনে ছিল অজিরা। ওই অবস্থা থেকে প্যাট কামিন্সকে নিয়ে অবিশ্বাস্য এক ইনিংস গড়েন ম্যাক্সওয়েল। ১৭০ বলে ২০২ রানের জুটিতে ১৭৯ রানই নেন তিনি।  পেশির টান নিয়ে ১২৮ বলে ১০ ছক্কা, ২১ চারে করেন ২০১ রান।

বুধবার সন্ধ্যায় টিম হোটেলের সামনে সুজন জানান, ম্যাকওয়েল ঝড় দেখেছেন বাংলাদেশের ক্রিকেটাররা,  'দেখেছে অবশ্যই। কাল কারো কোন কাজ ছিল না। সন্ধ্যার পর সবাই দেখেছে।'

'এটা সারা বিশ্বের ক্রিকেটারদের অনুপ্রেরণার বিষয়, শুধু বাংলাদেশ না। কত বছরে এরকম হবে আল্লাহই জানেন। দুইশো তো অনেকেই মারবে। কিন্তু এরকম বিপদ থেকে, নিজের এমন চোটের অবস্থা নিয়ে। শেষ দিকে জিততে লাগত ১০৫, এরমধ্যে ১০১ রানই করেছে সে।'

বাংলাদেশের টিম ডিরেক্টরের আশা ম্যাক্সওয়েলের মনের জোর, শারীরিক সক্ষমতা থেকে প্রেরণা নেবেন তাদের দলের ক্রিকেটাররা, 'ক্রিকেটে সে সবই সম্ভব এটা বোঝা গেল। এখান থেকে প্রেরণা নিয়ে ছেলেদের আগামী ম্যাচে শুরু করা উচিত, যে ম্যাক্সওয়েল যে আমরাও করতে পারি। শক্তি যে কতটা গুরুত্বপূর্ণ, ফুটওয়ার্ক ছাড়া হ্যান্ড আই কোর্ডিনেশনে এত বড় বড় ছয় মারা যায়, সেটা কাল বোঝা গেল।'

Comments

The Daily Star  | English

Jatiya Party HQ set afire, vandalised

The Jatiya Party headquarters at the capital’s Kakrail was set on fire and vandalised last night by a group of people who claimed themselves to be “anti-fascist students, workers, and masses”.

17m ago