আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০২৩

শেষ ম্যাচ খেলতে ভারতে ফিরেছেন লিটন

পারিবারিক জরুরি কাজে বিশ্বকাপের মাঝে দ্বিতীয়বার দেশে ফিরে যাওয়া লিটন দাস ভারতে ফিরে এসেছেন। দু

পুনে থেকে

শেষ ম্যাচ খেলতে ভারতে ফিরেছেন লিটন

পারিবারিক জরুরি কাজে বিশ্বকাপের মাঝে দ্বিতীয়বার দেশে ফিরে যাওয়া লিটন দাস ভারতে ফিরে এসেছেন। দু
দলে যোগ দিয়েছেন লিটন

পারিবারিক জরুরি কাজে বিশ্বকাপের মাঝে দ্বিতীয়বার দেশে ফিরে যাওয়া লিটন দাস ভারতে ফিরে এসেছেন। দুপুরের ফ্লাইটে মুম্বাই নামার পর সড়কপথে পুনেতে আসছেন তিনি।

টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন জানান, 'আড়াইটার দিকে তার ফ্লাইট ছিল। মুম্বাইতে নেমে সড়কপথে সে পুনেতে আসবে।' আগামীকাল শুক্রবার পুনেতে দলের অনুশীলনে যোগ দেবেন এই ওপেনার। দলের ম্যানেজার রাবীদ ইমাম জানিয়েছেন, মুম্বাইতে নামার পর সড়কপথে পুনেতে আসছেন তিনি। 

দিল্লিতে শ্রীলঙ্কার বিপক্ষে জেতার পর দলের বাকিরা পুনে এলেও অধিনায়ক সাকিব আল হাসানের সঙ্গে একই ফ্লাইটে দেশে ফেরেন লিটন। জানা যায়, সন্তান সম্ভবা স্ত্রীর পাশে থাকতে ফের ছুটি নেন তিনি।

এর আগে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ শেষে কলকাতা থেকে দেশে ফিরে গিয়েছিলেন তিনি। অধিনায়ক সাকিব আঙুলের চোটে ছিটকে যাওয়ায় বুধবার স্কোয়াডে যোগ দেন এনামুল হক বিজয়। বৃহস্পতিবার দলের অনুশীলনে দেখা গেছে তাকে।

এবার বিশ্বকাপে ৮ ম্যাচের দলের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ ২৪৮ রান করেছেন লিটন। অস্ট্রেলিয়ার বিপক্ষে শনিবার শেষ ম্যাচে এই ওপেনারের কাছ থেকে বড় কিছু চাইবে দল।

Comments