কম দামে মাংস বিক্রি করে এখন বড় ব্যাপারী বগুড়ার কালু

বগুড়ার গাবতলী উপজেলার নশিপুর গ্রামে ‘কালু কসাই’ নামে পরিচিত তিনি।

বগুড়ার গাবতলী উপজেলার নশিপুর গ্রামে 'কালু কসাই' নামে পরিচিত তিনি।

গত বছর স্থানীয় বাজার থেকে বিতাড়িত হয়ে নিজের গ্রামে মাংসের দোকান খোলেন নজরুল ইসলাম কালু। প্রথম দিকে খুব একটা সাড়া না পেয়ে কমিয়ে দেন মাংসের দাম। পরবর্তীতে তার দোকানের মাংসের চাহিদা এতটাই বেড়ে যায় যে তিনি পাইকারী ব্যবসায়ী হয়ে ওঠেন। 

দ্রব্যমূল্যের বাজার যখন ঊর্ধ্বমুখী, কালু তখন বেছে নেন উল্টো পথ। কম লাভে ব্যবসা করে আলোচনায় আসেন তিনি। 'কালু কসাই'কে নিয়ে আজকের স্টার স্পেশাল।

Comments