২৭ বছর পর অসহযোগ আন্দোলনের ডাক বিএনপির

কেন প্রায় ২৭ বছর পর এসে অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে বিএনপি, থাকছে আজকের স্টার নিউজপ্লাসে।

শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকারের পতন না হওয়া পর্যন্ত 'অসহযোগ আন্দোলনের' ডাক দিয়েছে বিএনপি। ৭ জানুয়ারির ভোট বর্জন করা, কর ও ইউটিলিটি বিল না দেওয়ার জন্য প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী থেকে শুরু করে সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়েছে দলটি।

কেন প্রায় ২৭ বছর পর এসে অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে বিএনপি, থাকছে আজকের স্টার নিউজপ্লাসে।

Comments