সরকার দায়িত্বশীল আচরণ করলে এই ধরনের পরিস্থিতি তৈরি হতো না: নাহিদ ইসলাম

ছবি: সংগৃহীত

'সরকার যদি দায়িত্বশীল আচরণ করতো, তাহলে আসলে এই পরিস্থিতিটা হতো না,' বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

তিনি আরও বলেন, 'গতকাল থেকে আজ পর্যন্ত যে পরিস্থিতি তৈরি হয়েছে, আসলে এটা সরকার আরও দায়িত্বশীল এবং মানবিক আচরণ করতে পারতো। আমাদের কাছে মনে হয়েছে, সরকার দায়িত্বশীল আচরণ এবং সঠিক সময় সঠিক পদক্ষেপ নিতে না পারায় পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। আজ সারা দিনে অনেক ধরনের ঘটনা, আপনারা সচিবালয়ের ঘটনা দেখেছেন।'

মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, 'প্রথমত, মাইলস্টোন কলেজের আন্দোলনরত শিক্ষার্থীদের যে ছয় দফা দাবি, তার সঙ্গে আমরা জাতীয় নাগরিক পার্টি সংহতি প্রকাশ করছি। তারা খুবই যৌক্তিক কিছু দাবি উপস্থাপন করেছে এবং এই দাবিগুলো আসলেই দ্রুত সময়ের মধ্যে সরকারের বাস্তবায়ন করা উচিত।'

তিনি বলেন, 'আমরা কিছু কিছু উপদেষ্টার খুবই দায়িত্বজ্ঞানহীন আচরণ দেখেছি। বিশেষত শিক্ষা উপদেষ্টার। গতকাল রাত ৩টা-৪টার সময় আমাদেরকে জানতে হচ্ছে যে, এইচএসসি পরীক্ষা স্থগিত করতে হবে এবং অন্য উপদেষ্টারা তাকে ফোন দিয়ে পাচ্ছেন না। তাহলে একটা সরকারের যদি এই ধরনের অবস্থা হয় যে, নিজেদের উপদেষ্টাদের মধ্যে সমন্বয় নেই!'

'দেশের একটা ইমারজেন্সি সিচুয়েশন, যেখানে পুরো শিক্ষার্থী ছাত্র সমাজ ট্রমাটাইজড, ঢাকার শিক্ষার্থীরা ব্যস্ত এই পুরো ঘটনা নিয়ে, সেখানে একটা সিদ্ধান্ত নিতে রাত ৩টা-৪টা বাজছে এবং এটা নিয়ে এক ধরনের অনিশ্চয়তা তৈরি হচ্ছে, শঙ্কা তৈরি হচ্ছে, ফলে এই পরিস্থিতিতে সরকার যদি দায়িত্বশীল আচরণ করতো, তাহলে কিন্তু এই ধরনের পরিস্থিতি তৈরি হতো না,' বলেন তিনি।

নাহিদ বলেন, 'দ্বিতীয়ত, আমরা সোমবার রাত থেকে দেখছি লাশ গুম করার এক ধরনের প্রচারণা। সরকারের জায়গা থেকে আসলে সঠিক বক্তব্য আসা উচিত ছিল। আসলে ঘটনাটা কী এবং এই ধরনের কোনো ঘটনা যাতে ঘটার সুযোগ না থাকে, সরকারকে দ্রুত সময়ের মধ্যেই আসলে ওই স্কুলে ওই সময়ে কতজন ছিলেন শিক্ষার্থী-স্টাফ-শিক্ষক, সেটা প্রকাশ করা উচিত। কতজন হতাহত আছেন—রেগুলার এটা আপডেট করা উচিত সরকারের পক্ষ থেকে, যাতে এই ধরনের কোনো গুজব না হয়।'

তিনি আরও বলেন, 'সরকারকে সঠিক তথ্য প্রকাশ করতে হবে এবং এটা প্রচার করতে হবে ব্যাপকভাবে।'

আহতদের চিকিৎসা এবং দীর্ঘ মেয়াদি পুনর্বাসনের দাবি জানিয়ে তিনি বলেন, 'পুরো ঘটনার একটা নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত যে, কেন আসলে এই ধরনের বিমান দুর্ঘটনা ঘটলো, সরকারের উচ্চ পর্যায় থেকে তদন্ত কমিটি করা উচিত। সেখানে সরকারের বাইরেরও বিশেষজ্ঞদের থাকা উচিত, স্কুল কর্তৃপক্ষের প্রতিনিধি থাকা উচিত এবং ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনা না ঘটে এ জন্য দীর্ঘ মেয়াদি পদক্ষেপ নেওয়া উচিত।'

এ সময় রেসকিউ টিম ও মেডিকেল টিম গঠনের প্রস্তাব করেন নাহিদ।

শিক্ষার্থী ও জনগণকে ধৈর্য ধরার আহ্বান জানিয়ে নাহিদ বলেন, 'সব রাজনৈতিক দল, সামাজিক সংগঠন যাতে ভুক্তভোগী পরিবারের পাশে এবং সরকারের পদক্ষেপগুলোর সঙ্গে থাকে, সহযোগিতা করে এবং উদ্ভূত পরিস্থিতিকে কেন্দ্র করে যাতে কেউ সুযোগ-সুবিধা নিতে না পারে। বিশেষত আমরা সচিবালয়ের ঘটনা বিভিন্ন জায়গায় শুনছি, সেখানে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কাউকে কাউকে দেখা গেছে বা আওয়ামী লীগের যত সোশ্যাল মিডিয়া পেজ আছে, সেখান থেকে কিন্তু এক ধরনের প্রচারণা করা হচ্ছে, মিথ্যা তথ্য দেওয়া হচ্ছে। সেই জায়গায় আসলে আমাদের সচেতন হওয়া উচিত এবং মূলত সরকার যদি দায়িত্বশীল আচরণ করতো তাহলে আসলে এই পরিস্থিতিটা হতো না।'

তিনি আরও বলেন, 'উদ্ভূত ঘটনাকে কেন্দ্র করে জাতীয় রাষ্ট্রীয় শোক চলছে। এ কারণে আমরা আমাদের পদযাত্রা স্থগিত করেছি। পরবর্তীতে পরিস্থিতি অনুযায়ী আমরা সিদ্ধান্ত জানাবো আমাদের পদযাত্রা এবং অন্যান্য কর্মসূচির বিষয়ে।'

Comments

The Daily Star  | English

Nation mourns lost children

The death toll from the jet crash at Milestone School and College rose to 32 yesterday, as the nation reeled from shock and grief following the country’s deadliest aviation tragedy in years.

6h ago