কেন ধসে পড়েছিল রানা প্লাজা, কী ঘটেছিল সেদিন?
বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় এবং ভয়াবহ শিল্প দুর্ঘটনার নাম রানা প্লাজা ধস। ২০১৩ সালের ২৪ এপ্রিল, সাভারের একটি আটতলা ভবন মুহূর্তের মধ্যে ভেঙে পড়ে। ভবনের ভেতরে তখন কয়েক হাজার পোশাক শ্রমিক কাজ করছিলেন। নিহত হন এক হাজার ১৩৬ জন, আহত হন আরও কয়েক হাজার। ওই ঘটনায় কেবল বাংলাদেশ নয়, কেঁপে উঠেছিল সারা বিশ্ব।
এক যুগ পেরিয়ে গেলেও রানা প্লাজার ধস এখনো একটি প্রশ্ন হয়ে রয়ে গেছে—কীভাবে এমন ভয়াবহ দুর্ঘটনা ঘটলো? কারা দায়ী ছিলেন? আর এত বছর পরও কেন ক্ষতিগ্রস্তরা ক্ষতিপূরণ পেলেন না?
Comments