ঢাকার ঐতিহ্যবাহী মার্সিডিজ গাড়ির মিলনমেলা

ঢাকার ঐতিহ্যবাহী মার্সিডিজ গাড়ির মিলনমেলা

অটোমোবাইল বিষয়ক সবশেষ রোমাঞ্চকর ইভেন্ট আন্ডারগ্রাউন্ড মিট-এর পর দেশের গাড়িপ্রেমীরা আবারও একটি গাড়ি বিষয়ক অনুষ্ঠানে সমবেত হন। 'মার্সিডিজ হেরিটেজ মিট-৪' শীর্ষক এই অনুষ্ঠানে অংশ নেন তারা। 

এই অনুষ্ঠানের আগের পর্বগুলো করোনা মহামারির কারণে কিছুটা বিলম্বিত হয়েছিল। তবে মহামারির পর আবারও আয়োজন করা হয়েছে এই অনুষ্ঠানের। যেটা মার্সিডিজ মালিক এবং গাড়িপ্রেমীদের মিলনমেলায় পরিণত হয়।

ঢাকার ঐতিহ্যবাহী মার্সিডিজ গাড়ির মিলনমেলা

গত ১৩ জানুয়ারি রাজধানীর শেফ'স টেবিল কোর্টসাইডে এই হেরিটেজ মিটটির আয়োজন করা হয়। যেটা ছিল নানা ধরনের ক্লাসিক গাড়ির পাশাপাশি গাড়িপ্রেমীদের কাছে একটি উৎসবের মতো। 

ঢাকার ঐতিহ্যবাহী মার্সিডিজ গাড়ির মিলনমেলা

শেফ'স টেবিল কোর্টসাইড-এর পার্কিংয়ে সব ধরনের এবং সব আকারের গাড়ি প্রদর্শন করা হয়।

ঢাকার ঐতিহ্যবাহী মার্সিডিজ গাড়ির মিলনমেলা

ইভেন্টটি মার্সিডিজের নামে নামকরণ করা হলেও বিভিন্ন ব্র্যান্ডের লেটেস্ট মডেলের গাড়িও সেখানে স্থান পায়। বেশ কিছু গাড়ি মানুষের নজর কাড়তেও সক্ষম হয়। 

এমন কয়েকটি গাড়ির মধ্যে আছে, লেটেস্ট মডেলের ইলেক্ট্রিক ইকিউসি৪০০, জি-ওয়াগনস, ই-ক্লাসেস, সিএলএ-১৮০, সিএলএ-৪৫, সিএলএ-৪৫এস, জিএলএস৪৫০, সি২০০ ক্যাব্রিওলেট, সি২০০ এবং ম্যায়ব্যাক কিটস ও রিমসসহ একটি এস৫৫০। যা সত্যিই দেখার মতো ছিল। 
আধুনিক গাড়ির যেকোনো অনুরাগীও এসব জমকাল সংগ্রহ দেখে মুগ্ধ হবেন। 

ঢাকার ঐতিহ্যবাহী মার্সিডিজ গাড়ির মিলনমেলা

অনুষ্ঠানে নানা ধরনের আধুনিক গাড়ি থাকলেও শেষ পর্যন্ত দিনটি ছিল ক্লাসিক গাড়ির। অনেক ধরনের আকর্ষণীয় ক্লাসিক গাড়ির মধ্যে সুন্দর ডব্লিউ১২৩এস এবং ডব্লিউ১২৬এস এবং সবচেয়ে পুরনো এবং সম্ভবত ইভেন্টের সবচেয়ে আকর্ষণীয় ডব্লিউ১১০টি ঘিরে মানুষের আগ্রহ বেশি দেখা গেছে। 

ঢাকার ঐতিহ্যবাহী মার্সিডিজ গাড়ির মিলনমেলা

লাইভ মিউজিক এবং আতশবাজির মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হওয়ার সঙ্গে সঙ্গে অনুষ্ঠানস্থলে সমবেত দর্শনার্থীরা শেষবারের মতো দেখে নেন ক্লাসিক গাড়িগুলোকে। 

ঢাকার ঐতিহ্যবাহী মার্সিডিজ গাড়ির মিলনমেলা

অনুবাদ করেছেন আহমেদ বিন কাদের অনি

 

Comments

The Daily Star  | English

AL attack on NCP rally venue: Four killed as violence grips Gopalganj

At least four people were killed and dozens injured in daylong running battles between law enforcers and Awami League followers in Gopalganj yesterday.

8h ago