দেশের বাজারে ফোর্ডের লেটেস্ট মডেলের এসইউভি

বাংলাদেশের বাজারে লেটেস্ট ব্র্যান্ডের এসইউভি ‘নেক্সট-জেনারেশন ফোর্ড এভারেস্ট’ নিয়ে এসেছে ফোর্ড মোটরস।
দেশের বাজারে ফোর্ডের লেটেস্ট মডেলের এসইউভি
দেশের বাজারে ফোর্ডের লেটেস্ট মডেলের এসইউভি। ছবি: সংগৃহীত

বাংলাদেশের বাজারে লেটেস্ট ব্র্যান্ডের এসইউভি 'নেক্সট-জেনারেশন ফোর্ড এভারেস্ট' নিয়ে এসেছে ফোর্ড মোটরস।

৭-সিটের এই গাড়িটিতে রয়েছে টেন-স্পিড অটোমেটিক ট্রান্সমিশন, জ্বালানী সাশ্রয়ে বায়োডিজেল সাপোর্টসহ ৩১ হাজার কেজি পর্যন্ত ওজন বহনের ক্ষমতা।

নেক্সট-জেন ফোর্ড এভারেস্টে আছে, একটি টেন-স্পিড সিলেক্ট শিফট অটোমেটিক ট্রান্সমিশন। যা ৩ হাজার ৫০০ আরপিএমে ২১০পিএস এবং ১ হাজার ৭৫০-২০০০ আরপিএমে ৫০০ এনএম প্রদান করে। গাড়িটিতে বি২০ পর্যন্ত বায়োডিজেল সক্ষমতা রয়েছে। 

গাড়িটিতে আরও রয়েছে, ৮০০ মিলিমিটার ওয়াটার ওয়েডিং ক্যাপাসিটিসহ একটি ট্রেইন ম্যানেজমেন্ট সিস্টেম; যা জ্বালানী সাশ্রয়ী করে তুলেছে। পাশাপাশি এতে রয়েছে রুক্ষ সড়কে সঠিকভাবে বাঁক নেওয়ার ক্ষমতা। 

দেশের বাজারে ফোর্ডের লেটেস্ট মডেলের এসইউভি
দেশের বাজারে ফোর্ডের লেটেস্ট মডেলের এসইউভি। ছবি: সংগৃহীত

লেটেস্ট ফোর্ড এসইউভিতে রয়েছে ড্রাইভার অ্যাসিস্ট্যান্ট ফিচার। যার মধ্যমে সামনে-পেছনে পার্কিং সেন্সর, সেমি-অটোমেটিক সমান্তরাল পার্কিং, অ্যাডাপটিভ ক্রুজ কন্ট্রোল, লেন কিপিং সিস্টেম, সামনের দিকে সংঘর্ষের সতর্কতা, ইলেকট্রনিক স্ট্যাবিলিটি কন্ট্রোল, ক্রস ট্রাফিক এলার্ট ইত্যাদি রয়েছে।

এ ছাড়া গাড়িটিতে রয়েছে ওয়্যারলেস চার্জিং সুবিধাসহ এ-ফোর ইনফোটেইনমেন্ট সিস্টেম। 

নেক্সট-জেন ফোর্ড এভারেস্ট হলো ৭ সিটের একটি প্রশস্ত গাড়ি। যেখানে একটি বোতাম চাপলে অতিরিক্ত জায়গা তৈরি হয়। অতিরিক্ত বসার জায়গা দেওয়ার জন্য রয়েছে পাওয়ার-ফোল্ড সেটিং অপশন। 

দেশের বাজারে ফোর্ডের লেটেস্ট মডেলের এসইউভি
দেশের বাজারে ফোর্ডের লেটেস্ট মডেলের এসইউভি। ছবি: সংগৃহীত

এসইউভিটিতে চালক, যাত্রী, সিট মাউন্টস, পাশের পর্দা এবং এমনকি চালকের হাঁটুর জন্য মোট ৭টি এয়ারব্যাগ রয়েছে।

নেক্সট-জেন ফোর্ড এভারেস্টের মূল্য ১ কোটি ৪৭ লাখ টাকা থেকে শুরু।

Comments