দেশের বাজারে ফোর্ডের লেটেস্ট মডেলের এসইউভি

দেশের বাজারে ফোর্ডের লেটেস্ট মডেলের এসইউভি
দেশের বাজারে ফোর্ডের লেটেস্ট মডেলের এসইউভি। ছবি: সংগৃহীত

বাংলাদেশের বাজারে লেটেস্ট ব্র্যান্ডের এসইউভি 'নেক্সট-জেনারেশন ফোর্ড এভারেস্ট' নিয়ে এসেছে ফোর্ড মোটরস।

৭-সিটের এই গাড়িটিতে রয়েছে টেন-স্পিড অটোমেটিক ট্রান্সমিশন, জ্বালানী সাশ্রয়ে বায়োডিজেল সাপোর্টসহ ৩১ হাজার কেজি পর্যন্ত ওজন বহনের ক্ষমতা।

নেক্সট-জেন ফোর্ড এভারেস্টে আছে, একটি টেন-স্পিড সিলেক্ট শিফট অটোমেটিক ট্রান্সমিশন। যা ৩ হাজার ৫০০ আরপিএমে ২১০পিএস এবং ১ হাজার ৭৫০-২০০০ আরপিএমে ৫০০ এনএম প্রদান করে। গাড়িটিতে বি২০ পর্যন্ত বায়োডিজেল সক্ষমতা রয়েছে। 

গাড়িটিতে আরও রয়েছে, ৮০০ মিলিমিটার ওয়াটার ওয়েডিং ক্যাপাসিটিসহ একটি ট্রেইন ম্যানেজমেন্ট সিস্টেম; যা জ্বালানী সাশ্রয়ী করে তুলেছে। পাশাপাশি এতে রয়েছে রুক্ষ সড়কে সঠিকভাবে বাঁক নেওয়ার ক্ষমতা। 

দেশের বাজারে ফোর্ডের লেটেস্ট মডেলের এসইউভি
দেশের বাজারে ফোর্ডের লেটেস্ট মডেলের এসইউভি। ছবি: সংগৃহীত

লেটেস্ট ফোর্ড এসইউভিতে রয়েছে ড্রাইভার অ্যাসিস্ট্যান্ট ফিচার। যার মধ্যমে সামনে-পেছনে পার্কিং সেন্সর, সেমি-অটোমেটিক সমান্তরাল পার্কিং, অ্যাডাপটিভ ক্রুজ কন্ট্রোল, লেন কিপিং সিস্টেম, সামনের দিকে সংঘর্ষের সতর্কতা, ইলেকট্রনিক স্ট্যাবিলিটি কন্ট্রোল, ক্রস ট্রাফিক এলার্ট ইত্যাদি রয়েছে।

এ ছাড়া গাড়িটিতে রয়েছে ওয়্যারলেস চার্জিং সুবিধাসহ এ-ফোর ইনফোটেইনমেন্ট সিস্টেম। 

নেক্সট-জেন ফোর্ড এভারেস্ট হলো ৭ সিটের একটি প্রশস্ত গাড়ি। যেখানে একটি বোতাম চাপলে অতিরিক্ত জায়গা তৈরি হয়। অতিরিক্ত বসার জায়গা দেওয়ার জন্য রয়েছে পাওয়ার-ফোল্ড সেটিং অপশন। 

দেশের বাজারে ফোর্ডের লেটেস্ট মডেলের এসইউভি
দেশের বাজারে ফোর্ডের লেটেস্ট মডেলের এসইউভি। ছবি: সংগৃহীত

এসইউভিটিতে চালক, যাত্রী, সিট মাউন্টস, পাশের পর্দা এবং এমনকি চালকের হাঁটুর জন্য মোট ৭টি এয়ারব্যাগ রয়েছে।

নেক্সট-জেন ফোর্ড এভারেস্টের মূল্য ১ কোটি ৪৭ লাখ টাকা থেকে শুরু।

Comments

The Daily Star  | English

Police struggle as key top posts lie vacant

Police are grappling with operational challenges as more than 400 key posts have remained vacant over the past 10 months, impairing the force’s ability to combat crime. 

12h ago