মেটার ১১ হাজার কর্মী ছাঁটাই করছেন জাকারবার্গ

১১ হাজারেরও বেশি কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মালিকানা প্রতিষ্ঠান মেটা।
ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রামের প্যারেন্ট কোম্পানি মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ। ছবি: সংগৃহীত 

১১ হাজারেরও বেশি কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মালিকানা প্রতিষ্ঠান মেটা।

আজ বুধবার মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ এক ব্লগ পোস্টে এই ঘোষণা দিয়েছেন।

ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রামের প্যারেন্ট কোম্পানি মেটার প্রধান জাকারবার্গ বলেন, 'আজ আমি মেটার ইতিহাসে সবচেয়ে কঠিন পরিবর্তনের ঘোষণা দিতে যাচ্ছি। আমি সিদ্ধান্ত নিয়েছি আমাদের টিমের আকার ১৩ শতাংশ কমিয়ে নেওয়ার। আমাদের মেধাবী কর্মীদের মধ্যে ১১ হাজারের বেশি জনকে চাকরি থেকে চলে যেতে হবে।'

সম্প্রতি বেশ কয়েকটি বড় সংস্থা কর্মী ছাঁটাইয়ের ঘোষণা করেছে। গত সপ্তাহে ইলন মাস্ক টুইটারের প্রায় অর্ধেক কর্মী ছাঁটাই করেছেন। যদিও পরে ছাঁটাই হওয়া কিছু কর্মীকে পুনরায় কাজে যোগ দিতে বলা হয়েছে। স্ন্যাপচ্যাটের মালিকানা প্রতিষ্ঠানও ঘোষণা দিয়েছে তারা তাদের কর্ম শক্তির ২০ শতাংশ কমাবে।

Comments