ফেসবুকে এআই দিয়ে তৈরি ছবি আপলোডের পর যোগ হবে বিশেষ লেবেল

ফেসবুক, ইনস্টাগ্রাম ও ত্রেডসে এআই দিয়ে তৈরি ছবি আপলোডের পর স্বয়ংক্রিয়ভাবে লেবেল যোগ করা হবে। ছবি: মেটা ব্লগ
ফেসবুক, ইনস্টাগ্রাম ও ত্রেডসে এআই দিয়ে তৈরি ছবি আপলোডের পর স্বয়ংক্রিয়ভাবে লেবেল যোগ করা হবে। ছবি: মেটা ব্লগ

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইর সহায়তায় তৈরি কোনো ছবি ফেসবুকে পোস্ট করার সময় সেটাকে আলাদাভাবে চিহ্নিত করার জন্য বিশেষ এক লেবেল জুড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মেটা। এই লেবেল স্বয়ংক্রিয়ভাবেই যোগ করা হবে বলে জানা গেছে। 

এই নীতি মেটার বেশিরভাগ প্ল্যাটফর্মেই অনুসরণ করা হবে বলে জানিয়েছেন মেটার এক শীর্ষ কর্মকর্তা।

মেটার বৈশ্বিক জনসংযোগ বিভাগের প্রেসিডেন্ট নিক ক্লেগ এক ব্লগ পোস্টে লেখেন, 'এখন থেকে ফেসবুক, ইনস্টাগ্রাম ও থ্রেডসে কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে তৈর করা ছবিতে স্বয়ংক্রিয়ভাবে লেবেল যোগ করা হবে। যার ফলে খুব সহজেই ব্যবহারকারীরা বুঝতে পারবেন কোনটি আসল ছবি ও কোনটি ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে তৈরি ছবি।

এই নীতিমালা চালু হলে সামাজিক যোগাযোগমাধ্যমে এআই নির্মিত ছবিকে সত্য ভেবে বিভ্রান্ত হওয়ার সমস্যা অনেক কমে আসবে বলে ভাবছেন সংশ্লিষ্টরা।

শিশু নিপীড়ন নিয়ে সিনেটের বিচারিক শুনানিতে মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ। ফাইল ছবি: রয়টার্স
শিশু নিপীড়ন নিয়ে সিনেটের বিচারিক শুনানিতে মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ। ফাইল ছবি: রয়টার্স

মেটা তাদের নিজস্ব এআই প্রযুক্তিতে তৈরি সব ছবিতে আগে থেকেই লেবেল যোগ করতো।

এখন থেকে ওপেনএআই, মাইক্রোসফট, অ্যাডোবি, মিডজার্নি, শাটারস্টক ও গুগলের মতো অন্যান্য প্রতিষ্ঠানের এই নির্মিত বিতেও একই ধরনের লেবেল যোগ করা হবে। এমনটাই জানিয়েছেন ক্লেগ।

রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে ক্লেগ বলেন, 'প্রতিষ্ঠানগুলো আপাতত এআই  দিয়ে তৈরি ছবি চিহ্নিত করতে পারে। কিন্তু ভিডিও ও অডিও চিহ্নিত করা একটু জটিল। তবে এগুলো নিয়েও কাজ চলছে।'

'এআইর সহায়তায় নির্মিত ভিডিও ও অডিও পোস্ট করার সময়ে বাধ্যতামূলকভাবে লেবেল যোগ করার শর্তও আনতে পারে মেটা, যেটি পূরণে ব্যর্থ হলে জরিমানা গুনতে হতে পারে', যোগ করেন তিনি।

তবে এনক্রিপ্টেড মেসেজিং সেবা হোয়াটসঅ্যাপের ক্ষেত্রেও এমন লেবেল যোগ করা হবে কি না, তা নিয়ে রয়টার্সকে কোনো মন্তব্য করতে রাজি হননি মেটার একজন কর্মচারী।

ইংরেজি থেকে ভাবানুবাদ করেছেন নাফিসা ইসলাম মেঘা

 

Comments

The Daily Star  | English

Dhaka set to soar as developers have their way

Bowing to persistent demands from real estate developers, the government has decided to raise the limit on how much floor space can be built on a piece of land -- known as the Floor Area Ratio (FAR) -- in most parts of the capital.

9h ago