ইলন মাস্ক নন, বার্নার্ড আর্নল্ট এখন বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি

বিলাসবহুল পণ্য নির্মাতা এলভিএমএইচের প্রধান নির্বাহী কর্মকর্তা বার্নার্ড আরনট  ও টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্ক। ছবি: রয়টার্স
বিলাসবহুল পণ্য নির্মাতা এলভিএমএইচের প্রধান নির্বাহী কর্মকর্তা বার্নার্ড আরনট ও টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্ক। ছবি: রয়টার্স

বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তির অবস্থান থেকে সরে গেলেন ইলন মাস্ক। এ বছর তার মালিকানাধীন বিদ্যুৎচালিত গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার শেয়ারের দাম কমে যাওয়ায় তিনি শীর্ষ ধনীর তালিকার দ্বিতীয় অবস্থানে চলে গেছেন।

গতকাল বুধবার ফর্বস ও ব্লুমবার্গের বরাত দিয়ে যুক্তরাজ্যের সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, বিলাসবহুল পণ্য নির্মাতা এলভিএমএইচের প্রধান নির্বাহী কর্মকর্তা বার্নার্ড আর্নল্ট শীর্ষ ধনীর জায়গাটি দখল করেছেন।

ইলন মাস্ক টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা এবং একক ভাবে তার কাছেই সবচেয়ে বেশি ১৪ শতাংশ শেয়ার আছে।

অক্টোবরে ৪৪ বিলিয়ন ডলার খরচ করে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার কিনে নেন মাস্ক।

ফর্বস এর দেওয়া তথ্য অনুযায়ী, মাস্কের সম্পদের মূল্যমান এ মুহূর্তে ১৭৮ বিলিয়ন ডলার।

অপরদিকে, বার্নার্ড আর্নল্টের সম্পদের পরিমাণ ১৮৮ বিলিয়ন ডলার।

টুইটার কেনার জন্য তহবিল জোগাড় করতে ২ দফায় টেসলার শেয়ার বিক্রি করেন মাস্ক। এতে টেসলার শেয়ারের দামের ওপর নেতিবাচক প্রভাব পড়ে।

এছাড়াও, বিনিয়োগকারীদের আশংকা, বিদ্যুৎচালিত গাড়ির চাহিদাও কমে আসতে পারে। এর পেছনে কারণ হিসেবে দুর্বল অর্থনীতি, ঋণের ক্রমবর্ধমান সুদের হারে ভোক্তার উৎসাহ কমে যাওয়া এবং অন্যান্য প্রতিষ্ঠানের বিদ্যুৎচালিত গাড়িকে কারণ হিসেবে চিহ্নিত করেছে সংশ্লিষ্টরা।

এছাড়াও, ত্রুটিপূর্ণ গাড়ি বাজার থেকে ফিরিয়ে নিতে বাধ্য হওয়া এবং এর অটোপাইলট ফিচারের বিভিন্ন ত্রুটি নিয়ে সরকারি তদন্তও টেসলার শেয়ারের দরপতনের পেছনে দায়ী। 

টুইটারেও চলছে বিভিন্ন সমস্যা।

সম মিলিয়ে বলা যায়, ইলন মাস্কের সময়টা খুব একটা ভালো যাচ্ছে না।

 

Comments

The Daily Star  | English

No discussion on ‘humanitarian corridor’ with UN or any entity: Shafiqul

Regarding the reports of involvement of a major power, he said, these are 'pure and unadulterated' propaganda.

1h ago