সক্রিয় ফেসবুক ব্যবহারকারী বৃদ্ধিতে শীর্ষ ৩ দেশের একটি বাংলাদেশ

সামাজিক যোগাযোগমাধ্যমে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটার তথ্য অনুসারে, গত ৩১ ডিসেম্বর পর্যন্ত ফেসবুকের সক্রিয় ব্যবহারকারী বৃদ্ধিতে শীর্ষ ৩ দেশের মধ্যে রয়েছে বাংলাদেশ।
ছবি: রয়টার্স

সামাজিক যোগাযোগমাধ্যমে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটার তথ্য অনুসারে, গত ৩১ ডিসেম্বর পর্যন্ত ফেসবুকের সক্রিয় ব্যবহারকারী বৃদ্ধিতে শীর্ষ ৩ দেশের মধ্যে রয়েছে বাংলাদেশ।

মেটার প্রতিবেদন উদ্ধৃত করে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, 'ভারত, ফিলিপাইন ও বাংলাদেশের ব্যবহারকারীরা ২০২১ সালের একই সময়ের তুলনায় ২০২২ সালের ডিসেম্বরে দৈনিক সক্রিয় ব্যবহারকারী বৃদ্ধির শীর্ষ ৩টি উৎসের প্রতিনিধিত্ব করেছে।'

২০২২ সালের ডিসেম্বরে কোম্পানিটি বিশ্বব্যাপী দৈনিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা ৪ শতাংশ বেড়ে ২০০ কোটি হয়েছে। ২০২১ সালের একই সময়ে তাদের ব্যবহারকারী ছিল ১ দশমিক ৯৩ বিলিয়ন।

২০২২ সালের জানুয়ারি পর্যন্ত বাংলাদেশে প্রায় ৪ কোটি ৪৭ লাখ ফেসবুক ব্যবহারকারী রয়েছে।

Comments