মানসিক স্বাস্থ্য সচেতনতায় টিকটক

এ মাসের মাঝামাঝি সময় থেকে চলছে এই প্রচারণা। মূলত ১০ অক্টোবর  বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসকে ঘিরেই এই উদ্যোগ হাতে নেয় টিকটক।
ছোট ভিডিও দেখার প্ল্যাটফর্ম টিকটক। প্রতিকী ছবি: সংগৃহীত
ছোট ভিডিও দেখার প্ল্যাটফর্ম টিকটক। প্রতিকী ছবি: সংগৃহীত

ছোট দৈর্ঘ্যের ভিডিও দেখা ও আপলোডের সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটক দীর্ঘদিন ধরে ব্যবহারকারীদের মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করছে। মানসিক স্বাস্থ্য সুরক্ষিত রাখতে প্রতিষ্ঠানটি একটি মাসব্যাপী প্রচারণা শুরু করেছে।

এ মাসের মাঝামাঝি সময় থেকে চলছে এই প্রচারণা। মূলত ১০ অক্টোবর  বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসকে ঘিরেই এই উদ্যোগ হাতে নেয় টিকটক।

মানসিক স্বাস্থ্য বিষয়ক নেতিবাচকতার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা এই উদ্যোগের অন্যতম উদ্দেশ্য। 

এ বছরের বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে অসংখ্য বিশেষজ্ঞ, কন্টেন্ট ক্রিয়েটর ও ব্যবহারকারীদের দৃষ্টিভঙ্গি তুলে ধরছে টিকটক।

প্ল্যাটফর্মটি রেয়ার ইমপ্যাক্ট ফান্ডে ২ লাখ ৫০ হাজার ডলার দান করার সিদ্ধান্ত নিয়েছে। ইতোমধ্যে এর প্রথম কিস্তি জমা দিয়েছে টিকটক।

রেয়ার ইমপ্যাক্ট ফান্ড মানসিক স্বাস্থ্য ও নিজের বর্তমান পরিস্থিতিকে মেনে নিতে না পারার সমস্যা সমাধানে কাজ করে।

বাংলাদেশেও টিকটক স্থানীয় ব্যক্তি পর্যায়ের কন্টেন্ট ক্রিয়েটর ও সংস্থাগুলোর সঙ্গে কাজ করছে। প্ল্যাটফর্মটির ওয়েলনেস হাব পেইজে বিশেষজ্ঞদের ভিডিও ও প্লেলিস্টের মাধ্যমে ব্যবহারকারীদের মানসিক সুস্থতা বজায় রাখতে সেবা দিচ্ছে। এই উদ্যোগে আরও যোগ দিয়েছে ব্র্যাক ও ইউনিসেফ সাউথ এশিয়ার মতো সংস্থা এবং জুবায়ের, নানজিবা ও সাইফ সারওয়ারের মতো বাংলাদেশি কন্টেন্ট ক্রিয়েটর।

টিকটক প্ল্যাটফর্মে সার্বিকভাবে মানসিক স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিকে মাথায় রেখে এসব উদ্যোগ হাতে নেওয়া হয়েছে।

বাংলাদেশি ব্যবহারকারীরা #MentalHealth#SelfCare হ্যাশট্যাগ ব্যবহার করে ব্যক্তিগত সুস্থতার গল্প শেয়ার করতে পারছেন।

এ ছাড়া, সারা অক্টোবর জুড়ে টিকটক গ্লোবাল ইউজার বেসে #MentalHealthAwareness: Better Together ক্যাম্পেইন প্রচার করেছে।

ইংরেজি থেকে অনুবাদ করেছেন আসরিফা সুলতানা রিয়া

 

Comments

The Daily Star  | English

Culprits of Khagrachhari, Rangamati violence will be brought to book: CA office

High-powered probe body to be formed; home adviser to visit Khagrachharai and Rangamati tomorrow

43m ago