অ্যাপলে চাকরির জন্য ডিগ্রি বা কোডিং দক্ষতা আবশ্যক নয়: টিম কুক

অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তা টিম কুক। ফাইল ছবি: এএফপি
অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তা টিম কুক। ফাইল ছবি: এএফপি

এক সাম্প্রতিক সাক্ষাৎকারে অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তা টিম কুক প্রতিষ্ঠানটিতে চাকরি প্রত্যাশীদের জন্য কিছু গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দিয়েছেন।

টিম কুক জানান, অ্যাপলে চাকরি পেতে ডিগ্রি বা কোডিং দক্ষতা থাকা আবশ্যক নয়।

তিনি পারস্পরিক সমঝোতার মাধ্যমে কাজ করা, কৌতূহলী মনোভাব ও সৃজনশীলতার ওপর জোর দেন। তার মতে, প্রথাগত কোডিং দক্ষতা বা বিশ্ববিদ্যালয়ের ডিগ্রির চেয়ে অ্যাপলের কর্মীদের মাঝে এসব গুণ থাকা বেশি গুরুত্বপূর্ণ।

সম্প্রতি পপ তারকা দুয়া লিপাকে দেওয়া সাক্ষাৎকারে এ বিষয়ে বিস্তারিত কথা বলেছেন তিনি।

ডিগ্রি ও কোডিং দক্ষতা

অ্যাপলে কাজ করতে হলে কী যোগ্যতা থাকতে হবে, দুয়া লিপার এই প্রশ্নের জবাবে টিম কুক বলেন, 'আমরা সব ধরনের মানুষকে নিয়োগ দেই। কারও কলেজ ডিগ্রি আছে, কারও নেই। আমাদের কর্মীদের অনেকে কোডিং করেন, অনেকে করেন না।'

তবে তিনি ব্যক্তিগতভাবে মনে করেন সবারই কোডিং জানা উচিত। 'এটা মত প্রকাশের মাধ্যম', বলেন কুক।

তার মতে কোডিং হচ্ছে একমাত্র সার্বজনীন ভাষা যা গোটা বিশ্বের মানুষ বুঝতে পারে।

পারস্পরিক সহযোগিতা

সাক্ষাৎকারে পারস্পরিক সহযোগিতার ওপর বিশেষ গুরুত্ব দেন টিম কুক। কর্মীদের মাঝে সহযোগিতামূলক মনোভাব দেখতে চান তিনি।

কুক জানান, অ্যাপলের কর্মীরা একে অপরের সঙ্গে নতুন নতুন চিন্তাধারা ভাগ করে নিলে আরও ভালো ও উন্নত চিন্তাধারার উৎপত্তি হয়, যা এককভাবে একজনের পক্ষে ভেবে বের করা সম্ভব হতো না।

সঠিক প্রশ্ন করার দক্ষতা

দুয়া লিপাকে সাক্ষাৎকার দিচ্ছেন টিম কুক। ছবি: সংগৃহীত
দুয়া লিপাকে সাক্ষাৎকার দিচ্ছেন টিম কুক। ছবি: সংগৃহীত

উৎসুক দৃষ্টিভঙ্গি এবং সঠিক প্রশ্ন করতে পারার ক্ষমতার প্রতি নিজের শ্রদ্ধার কথা জানান কুক।

তিনি বিশ্বাস করেন, ইউজার ফ্রেন্ডলি ও সহজে ব্যবহারযোগ্য পণ্য তৈরির জন্য 'কেন' ও 'কীভাবে', এই প্রশ্নগুলো করা খুবই জরুরি।

সৃজনশীলতা

কুক জানান, অ্যাপল সব সময়ই সৃজনশীল মানুষের খোঁজে থাকে।

'চোখের সামনে যা দেখা যায়, তা ছাড়িয়েও যাদের দৃষ্টি বহুদূরে বিস্তৃত, আমরা সেসব মানুষকে খুঁজি', যোগ করেন কুক। তিনি আরও বলেন, অ্যাপল এমন সব পণ্য নির্মাণ করতে চায়, 'যা হাতে পেলে তা জীবনের আনুষঙ্গিকতায় পরিণত হবে, কিন্তু হাতে পাওয়ার আগে পর্যন্ত তারা বুঝবে না যে এই পণ্যটি তার প্রয়োজন ছিল।' একজন সৃজনশীল মানুষই এ ধরনের চাহিদাগুলো বুঝে সে অনুযায়ী নতুন পণ্য ও চিন্তাধারা নিয়ে আসতে পারবেন।

ইংরেজি থেকে ভাবানুবাদ করেছেন আহমেদ হিমেল

Comments

The Daily Star  | English
Prof Yunus in Time magazine's 100 list 2025

Time’s List: Yunus among 100 most influential people

Chief Adviser Prof Muhammad Yunus has been named among TIME magazine’s 100 Most Influential People of 2025.

3h ago