মেসেঞ্জারে পাঠানো বার্তা এডিট করবেন যেভাবে

মেসেঞ্জারে সেন্ট মেসেজ এডিটের নতুন ফিচার এনেছে মেটা। ছবি: সংগৃহীত
মেসেঞ্জারে সেন্ট মেসেজ এডিটের নতুন ফিচার এনেছে মেটা। ছবি: সংগৃহীত

সম্প্রতি ফেসবুক মেসেঞ্জারের (যা বর্তমানে মেসেঞ্জার নামেই বহুল প্রচলিত) জন্য বহু আকাঙ্ক্ষিত এক সুবিধা নিয়ে এসেছে মেটা। তা হলো পাঠিয়ে দেওয়া বার্তা সম্পাদনা বা এডিট করার সুযোগ।

নতুন এই আপডেট আসার ফলে মেসেজ পাঠানোর ১৫ মিনিটের ভেতর সেটাকে এডিট করা যায়। আনসেন্ড করার আর প্রয়োজন থাকে না।

মেসেঞ্জারের কোনো 'সেন্ট' বা পাঠানো মেসেজ এডিট করতে হলে সেন্ড করা বার্তার ওপর চাপ দিতে হবে। এটা মোবাইল অ্যাপের ক্ষেত্রে প্রযোজ্য। ওয়েবে এখনো এই ফিচারটি অ্যাড করা হয়নি।

অপশনগুলোর ভেতর 'more' এ ক্লিক করে সেখান থেকে 'edit' এ ক্লিক করতে হবে। 'Forward', 'Bump', 'Remove' এর মতো অপশনের সঙ্গে এটিও দেখতে পাবেন।

মনে রাখবেন, এই 'Edit' অপশন শুধু ১৫ মিনিটের মধ্যে পাঠানো মেসেজের ক্ষেত্রে প্রযোজ্য হবে। ১৫ মিনিটের সময়সীমা পার হয়ে বেশি হয়ে গেলে মেসেজ আর এডিট করা যাবে না। সেক্ষেত্রে আনসেন্ড করে নতুন করে মেসেজ পাঠানো যেতে পারে।

এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণায় মেটা জানিয়েছে, ব্যবহারকারীরা এডিট করা মেসেজ 'রিপোর্ট' করতে পারবেন। অর্থাৎ কোনো নেতিবাচক মেসেজ পাঠিয়ে পরে সেটা এডিট করলেও তা রিপোর্টযোগ্য এবং মেটা কর্তৃপক্ষ এডিট হওয়ার আগের মেসেজও দেখে এ বিষয়ে সিদ্ধান্ত নিতে পারবে।

পাশাপাশি, সম্প্রতি এনক্রিপ্টেড চ্যাট চালুরও ঘোষণা দিয়েছে মেসেঞ্জার।

মেটার ভাষ্যমতে, 'এন্ড টু এন্ড এনক্রিপশন' এর মাধ্যমে বার্তা ও কলের বিস্তারিত তথ্য শুধু প্রেরক ও প্রাপক দেখতে পাবেন, এমনকি মেটার কাছেও তা দৃশ্যমান হবে না।

ইংরেজি থেকে ভাবানুবাদ করেছেন মাহমুদ নেওয়াজ জয়

Comments

The Daily Star  | English

Manu Mia, who dug thousands of graves without pay, passes away

He had been digging graves for 50 years and never accepted any payment for his service

46m ago