লোড হচ্ছে না ফেসবুকের টাইমলাইন

বিশেষজ্ঞরা বলছেন, কারিগরি সমস্যায় ভুগছে ফেসবুক। যার ফলে অসংখ্য ব্যবহারকারী তাদের ‘টাইমলাইন’ দেখতে পাচ্ছেন না।
লোড হচ্ছে না ফেসবুকের টাইমলাইন। প্রতীকী ছবি: সংগৃহীত
লোড হচ্ছে না ফেসবুকের টাইমলাইন। প্রতীকী ছবি: সংগৃহীত

হঠাৎ করেই ফেসবুকের টাইমলাইন দেখতে পাচ্ছেন না ব্যবহারকারীরা। বাংলাদেশ সব বিশ্বের বিভিন্ন দেশে এই সমস্যা দেখা দিয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, কারিগরি সমস্যায় ভুগছে ফেসবুক। যার ফলে অসংখ্য ব্যবহারকারী তাদের 'টাইমলাইন' দেখতে পাচ্ছেন না।

বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টা থেকে ব্যবহারকারীরা এ ধরনের অভিযোগ করতে শুরু করেন। ভুক্তভোগীরা জানান, তাদের টাইমলাইনে একটি 'লোডিং এরর মেসেজ' দেখতে পাচ্ছেন, কিন্তু অন্য কোনো কনটেন্ট দেখা যাচ্ছে না।

অনলাইন সেবা বন্ধ থাকার বিষয়টির ওপর নজর রাখে ডাউনডিটেক্টর ডট কম নামের একটি ওয়েবসাইট। তারা জানিয়েছে, এ বিষয়ে অভিযোগের সংখ্যা হঠাৎ করেই বেড়ে গেছে।

ডাউনডিটেক্ট্রর ডট কম থেকে নেওয়া স্ক্রিণশট
ডাউনডিটেক্ট্রর ডট কম থেকে নেওয়া স্ক্রিণশট

ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা এখনো এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করেনি।

 

Comments

The Daily Star  | English

Interim govt struggling on many fronts

The government on around a dozen occasions has backtracked on its decisions during its two months in office, casting doubts about its resolve.

15h ago