৩০ বছর পর বদলাচ্ছে উইন্ডোজের যে ফিচার

উইন্ডোজ ৯৫ এর ফ্যাট৩২ সিস্টেম বদলে যাচ্ছে। ছবি: আনস্প্ল্যাশড
উইন্ডোজ ৯৫ এর ফ্যাট৩২ সিস্টেম বদলে যাচ্ছে। ছবি: আনস্প্ল্যাশড

যারা কম্পিউটার ব্যবহারে গড়পড়তা মানুষের চেয়ে একটু পারদর্শী, অর্থাৎ, যাদেরকে 'এডভান্সড ইউজার' বলা হয়ে থাকা, তারা সবাই ফ্যাট৩২ ফাইল সিস্টেমের বিষয়ে জানেন। প্রায় ৩০ বছর পর বদলাচ্ছে ফ্যাট৩২ ফাইল সিস্টেমের একটি ফিচার, যা একইসঙ্গে উইন্ডোজেরও সবচেয়ে পুরনো ফিচারের অন্যতম।

উইন্ডোজ ৯৫ বাজারের আনার সময়য় এই অপারেটিং সিস্টেমে একটি বিধিনিষেধ আরোপ করা হয়েছিল, যার ফলে একটি পার্টিশনের (সি ড্রাইভ, ডি ড্রাইভ, ইত্যাদি) আকার সর্বোচ্চ ৩২ গিগাবাইট হতে পারতো। 'ফাইল অ্যালোকেশন টেবিল' কে সংক্ষেপে ফ্যাট হিসেবে উল্লেখ করা হয়।

উইন্ডোজ ১১ অপারেটিং সিস্টেমে নতুন একটি আপডেট আসছে, যার ফলে কমান্ড লিখেই ফ্যাট ৩২ পার্টিশনের আকার বাড়িয়ে ২ টেরাবাইট করা যাবে। 

মাইক্রোসফটের উইন্ডোজ টিম একটি ব্লগ পোস্টে জানিয়েছে, 'উইন্ডোজের কমান্ড প্রম্পটে ফরম্যাট কমান্ড ব্যবহার করে ফ্যাট৩২ পার্টিশন তৈরির এখন থেকে ড্রাইভের সর্বোচ্চ আকার ৩২ গিগাবাইট থেকে বাড়িয়ে ২ টেরাবাইট করা হয়েছে।'

উইন্ডোজ ১১ অপারেটিং সিস্টেমের ক্যানারি বিল্ডে এই আপডেট যোগ করা হবে বলে জানিয়েছে উইন্ডোজ টিম।

আপাতত শুধু কমান্ড লাইনের (ডস প্রম্পট) মাধ্যমেই এটি ব্যবহার করা যাবে। উইন্ডোজের ফরম্যাট ডায়লগ বক্সে আপাতত এই পরিবর্তন আসছে না।

উইন্ডোজ ৯৫ যখন বাজারে আসে, তখন এই সীমাবদ্ধতা আরোপ করা হয়েছিল। তৎকালীন উইন্ডোজ ডেভেলপার ডেভ প্লামার এ বছরের শুরুর দিকে এই তথ্য নিশ্চিত করেন।

উইন্ডোজের ফ্যাট৩২ ফাইল সিস্টেম। ছবি: সংগৃহীত
উইন্ডোজের ফ্যাট৩২ ফাইল সিস্টেম। ছবি: সংগৃহীত

প্লামার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করে জানান উইন্ডোজের প্রাথমিক যুগে আরোপ করা এই সীমাবদ্ধতার পেছনে তেমন কোনো পরিকল্পনা ছিল না। হঠাৎ করেই ৩২ গিগাবাইটের বিষয়ে সিদ্ধান্ত হয়। কোনো এক বিচিত্র কারণে এতগুলো বছর পেরিয়ে গেলেও কেউ 'নিরাপত্তার' খাতিরে এটা বদলানোর কথা ভাবেনি বলে মন্তব্য করেন তিনি।

তবে আধুনিক সময়ে বেশিরভাগ ইউজার ফ্যাট৩২'র বদলে এনটিএফএস বা ফ্যাটের পরিবর্তিত রূপ এক্স-ফ্যাট ব্যবহার করে থাকেন। শুধু পুরনো মেমোরি কার্ড ও পেন/ইউএসবি ড্রাইভে এখনো এই ফাইল ফরম্যাট প্রচলিত। এছাড়া, কারও কাছে পুরনো কোনো কম্পিউটারের হার্ড ড্রাইভ থাকলে সেখানেও ফ্যাট৩২ ফাইল সিস্টেম খুঁজে পাওয়ার সম্ভাবনা রয়েছে।

তবে পার্টিশন ২ গিগাবাইট হলেও এককভাবে ৪ গিগাবাইটের বেশি বড় ফাইল ফ্যাট৩২ সিস্টেমে এখনো লোড করা সম্ভব নয়। এ কারণে, পেন ড্রাইভে এক্স-ফ্যাট বা এনটিএফএস সিস্টেমে ফরম্যাট না করা হলে বড় ফাইল রাখা সম্ভব হয় না।

Comments

The Daily Star  | English

Wrap up polls preparations by December

Chief Adviser Prof Muhammad Yunus yesterday ordered the authorities concerned to complete, by December, the preparations for the upcoming national election.

4h ago