গুগল ক্রোমের আধিপত্য ভাঙতে ওয়েব ব্রাউজার আনছে ওপেন এআই

প্রতীকী ছবি। সংগৃহীত

এবার নিজেদের ওয়েব ব্রাউজার নিয়ে আসছে চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেন এআই। গুগল ক্রোমের একচ্ছত্র আধিপত্যকে চ্যালেঞ্জ জানাতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর এই ব্রাউজার শিগগিরই বাজারে ছাড়া হবে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

সংশ্লিষ্ট তিনটি সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানায়, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই এই ব্রাউজারটি গ্রাহকদের জন্য উন্মুক্ত করা হতে পারে। ওপেন এআই-এর আশা, মানুষের ইন্টারনেট ব্যবহারের অভিজ্ঞতাকে আমূল বদলে দেবে এই ব্রাউজার।

ওপেন এআইয়ের নতুন এই ব্রাউজারটি প্রচলিত ব্রাউজারগুলোর মতো কেবল বিভিন্ন ওয়েবসাইটে ক্লিকের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। দুটি সূত্র জানিয়েছে, এর মূল ইন্টারফেসটি হবে চ্যাটজিপিটির মতো, যেখানে ব্যবহারকারীরা চ্যাটের মাধ্যমে অনেক কাজ সম্পন্ন করতে পারবেন।

এই ব্রাউজারে মতো ওপেনএআইয়ের নিজস্ব এআই এজেন্ট সরাসরি যুক্ত থাকবে। এর ফলে ব্রাউজারটি ব্যবহারকারীর হয়ে বিভিন্ন কাজ করে দিতে পারবে। যেমন, অনলাইনেই ফরম পূরণ করা, টিকিট বা হোটেল বুকিংয়ের মতো কাজগুলো ব্রাউজার নিজে থেকেই সম্পন্ন করতে পারবে।

এই উদ্যোগকে ওপেন এআইয়ের একটি বড় ব্যবসায়িক কৌশল হিসেবে দেখা হচ্ছে। সপ্তাহে অন্তত একবার হলেও চ্যাটজিপিটি ব্যবহার করেন এমন মানুষের সংখ্যা এখন প্রায় ৫০ কোটি। এই বিশাল ব্যবহারকারী গোষ্ঠীর একটি অংশও যদি নতুন ব্রাউজারটি ব্যবহার শুরু করে, তবে গুগলের বিজ্ঞাপনভিত্তিক আয়ের মূলে আঘাত লাগতে পারে।

গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেটের মোট আয়ের প্রায় তিন-চতুর্থাংশই আসে বিজ্ঞাপন থেকে। ক্রোম ব্রাউজার ব্যবহারকারীর পছন্দ-অপছন্দ বিশ্লেষণ করে আরও কার্যকরভাবে বিজ্ঞাপন দেখাতে সহায়তা করে। ওপেন এআইয়ের ব্রাউজার গুগলের এই ব্যবসায় বড় ধরনের হেরফের ঘটাতে পারে।

তবে ওপেন এআইয়ের জন্য এই পথচলা সহজ হবে না। ওয়েব অ্যানালিটিক্স ফার্ম স্ট্যাটকাউন্টারের মতে, বর্তমানে বিশ্বব্যাপী দুই-তৃতীয়াংশের বেশি নেটিজেন গুগল ক্রোম ব্যবহার করেন। এর ব্যবহারকারীর সংখ্যা ৩০০ কোটির বেশি। দ্বিতীয় স্থানে থাকা অ্যাপলের সাফারির বাজার অংশ মাত্র ১৬ শতাংশ।

এরই মধ্যে পারপ্লেক্সিটি, দ্য ব্রাউজার কোম্পানি এবং ব্রেভের মতো আরও কয়েকটি এআই স্টার্টআপ নিজস্ব এআই ব্রাউজার বাজারে এনেছে।

তবে মজার ব্যাপার হলো, ওপেন এআই তাদের ব্রাউজারটি তৈরি করছে গুগলের নিজস্ব ওপেন-সোর্স কোড 'ক্রোমিয়াম'-এর ওপর ভিত্তি করেই। গুগল ক্রোম, মাইক্রোসফট এজ ও অপেরার মতো অনেক ব্রাউজারই এই ক্রোমিয়াম কোড ব্যবহার করে তৈরি।

গত বছর ওপেন এআই গুগল ক্রোমের মূল ডেভলপার দলের দুজন সাবেক ভাইস প্রেসিডেন্টকে নিজেদের দলে ভিড়িয়েছে।

স্যাম অল্টম্যানের নেতৃত্বে ওপেন এআই ২০২২ সালের শেষের দিকে চ্যাটজিপিটির মাধ্যমে আলোড়ন সৃষ্টি করেছিল। এর পর নিজদের এআই মডেল তড়িঘড়ি করে উন্মুক্ত করতে বাধ্য হয়েছিল গুগল। এর সর্বশেষ সংযোজন ছিল চীনের আলোড়ন তৈরি করা এআই মডেল ডিপসিক। তবে এতকিছুর পরও প্রতিযোগিতায় ভালোভাবেই টিকে আছে ওপেন এআই। এবার ওয়েব ব্রাউজার এনে তারা গুগলের সঙ্গে সরাসরি প্রতিযোগিতায় নামতে যাচ্ছে।

Comments

The Daily Star  | English

Parts of JP HQ set on fire

Protesters linked to Gono Odhikar Parishad demand ban on JP, accuse it of siding with Awami League

1h ago